মেসিদের জয়ে আর্জেন্টিনার জার্সি বিক্রির হিড়িক!
‘আর্জেন্টিনা জিতেছে মাত্র, আমার মেয়ে জার্সি কেনার জন্য বায়না ধরল। রাতেই তাঁকে জার্সি কিনে দিতে হবে। এত রাতে সম্ভব না হওয়ায়, বললাম আজই কিনে দেব। তাই এলাম মেয়ের জন্য জার্সি কিনতে। কিনে না দিয়েও উপায় নেই। এরই মধ্যে মেয়ে কয়েকবার ফোনও দিয়েছে, জার্সি কিনেছি কি না।’
রাজধানীর সেজান্ট পয়েন্টের দোকানি ইমরান হোসেন ফার্মগেটের কমিশনার মার্কেটে তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে মানহা বিনতে ইনোবার জন্য জার্সি কিনতে এসে এভাবেই কথাগুলো বলছিলেন।
মেয়ে মানহা বিনতে ইনোবার জন্য জার্সি কিনতে এসেছেন ইমরান হোসেন। ছেলে গোপাল মজুমদারের জন্য জার্সি কিনতে এসেছেন দুলাল মজুমদার।ছবি : মোহাম্মদ ইব্রাহিম
পাশে দাঁড়িয়ে ছেলে গোপাল মজুমদারের (১২) জন্য জার্সি দেখছিলেন দুলাল মজুমদার। তিনি বলেন, “আর্জেন্টিনা জিতে গেছে বলে ছেলেকে নতুন জার্সি কিনে দিতে হবে। সকাল থেকে বারবার বলছে ‘বাবা আর্জেন্টিনার জার্সি কিনে দাও।’ তাই এলাম।”
শুধু মানহা কিংবা গোপাল নয়, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ঘুরে দেখা গেছে সকাল থেকে আর্জেন্টিনার জার্সি বিক্রির হিড়িক পড়েছে। সব বয়সের লোক জার্সি কিনতে আসছে দোকানে। তবে কয়েকজন দোকানি বলেন, ‘আজ সারাদিন বাচ্চাদের জার্সিই বেশি বিক্রি হচ্ছে।’
ছেলেদের জন্য দুই বাবা-মা এসেছেন জার্সি কিনতে। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার হতে পারবে কি না, তা নিয়ে হতাশা ভর করেছিল সমর্থকদের মধ্যে। তাই জার্সি বিক্রির দোকানিরাও হতাশ হয়ে পড়েছিলেন। দোকানভরা জার্সি, অথচ বিক্রি নেই। গতকাল রাতে আর্জেন্টিনার জয়ে তাদের সে হতাশা শুধু কাটেইনি, আজ সকাল থেকেই আর্জেন্টিনার জার্সি বিক্রির হিড়িক পড়েছে। সঙ্গে ব্রাজিলের জার্সিও বিক্রি হচ্ছে।
ফার্মগেটের কমিশনার মার্কেটের দ্বিতীয় তলায় দেখা হয় চতুর্থ শ্রেণির ছাত্র আদর চোধুরীর সঙ্গে। মায়ের সঙ্গে এসেছে জার্সি কিনতে। মা আরিফা চৌধুরী বলেন, ‘আর্জেন্টিনা জিতেছে তার নতুন জার্সি কিনে দিতে হবে। অবশ্য আরো দুটি জার্সি আছে তার।’
গাউছিয়া মার্কেটের নিচে রাস্তার উপরেই জার্সি বিক্রির হিড়িক দেখা গেছে। এঁদের মধ্যে ছেলে মাসুম হোসেনের জন্য জার্সি কিনতে এসেছেন তার বাবা ও মা। তাঁরা বলেন, ‘ছেলেকে এত দিন বলেছি জার্সি কিনে দেব কিন্তু দেওয়া হয়নি। আর্জেন্টিনা এখন ভালো পর্যায়ে পৌঁছে গেছে তাই তাকে আজই কিনে দিতে হবে।’
পাশের একটি দোকানে জার্সি কিনছিলেন কবির হোসেন। তিনি এসেছেন ছেলে আবির ও ভাগনা শফিকুলের জন্য জার্সি কিনতে। তিনি বলেন, ‘আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। কাল জিতে গেছে সেই খুশিতে নিজেই দুইটা জার্সি কিনতে চলে এলাম।’
ছোট্ট ছেলে আবরার বাবুকে কাঁধে করে বাবা আহমদ সালাম ব্রাজিলের জার্সি কিনতে এসেছেন গাউছিয়া মার্কেটে। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
ছোট্ট ছেলে আবরার বাবুকে কাধে করে বাবা আহমদ সালাম ব্রাজিলের জার্সি কিনতে এসেছেন গাউছিয়া মার্কেটে। তিনি বলেন, ‘জার্সি কিনতে বের হয়েছি আর ছেলের কান্না শুরু। ছেলেও আসবে আমার সঙ্গে। তাই তাকে নিয়ে বের হলাম। ব্রাজিলও গ্রুপ পর্ব পার হয়ে যাবে সেই ভরসায় কিনতে চলে এলাম।’
রাজধানীর নিউমার্কেটের আল্লাহর দান গার্মেন্টসে জার্সি কিনতে এসেছেন সালাম হোসেন নামের এক যুবক। তিনি বলেন, ‘এর আগে জার্সি কেনা হয়নি। হতাশা ছিল আর্জেন্টিনাকে নিয়ে। গ্রুপ পর্ব পার হওয়ায় সেই হতাশা কেটে গেছে। তাই জার্সি কিনতে চলে এলাম।’
ছেলে আবির ও ভাগনা শফিকুলের জন্য জার্সি কিনতে এসেছেন কবির হোসেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
কমিশনার মার্কেটে জার্সি বিক্রি করছিলেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘আজ সকাল থেকে ১০০ পিস জার্সি বিক্রি করছি আর্জেন্টিনার। অথচ গতকাল মাত্র একটি জার্সি বিক্রি হয়েছিল। ব্রাজিলের জার্সিও বিক্রি হচ্ছে। তবে আজ আর্জেন্টিনার জার্সি বেশি বিক্রি হচ্ছে।’
রাজধানীর নিউমার্কেটের আল্লাহর দান গার্মেন্টসের মালিক রুবেল হোসেন বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে আজই সব চেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে। আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে হারার পরে একেবারেই বিক্রি হয়নি জার্সি। আমরাও হতাশায় ছিলাম। প্রচুর জার্সি ছিল দোকানে। বিক্রি হচ্ছিল না। তবে আজ সকাল থেকেই সব চেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে। আজ যা জার্সি বিক্রি করেছি তার অর্ধেক জার্সি বাচ্চাদের।’
রাজধানীর নিউমার্কেটের জার্সি কিনতে এসেছেন সালাম হোসেন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম