আরো একটি ক্রিকেট গান : উঠুক ঝড় ছক্কা চারে
ক্রিকেট জ্বরে কাঁপছে বিশ্ব, কাঁপছে বাংলাদেশ। ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে এরইমধ্যে সুনাম অর্জন করেছে বাংলাদেশ। আর এই দেশে ক্রিকেট নিয়ে বিশ্বকাপের সময় গান হবে না- তা তো হয় না। তাই দেখা যাচ্ছে একের পর এক গান তৈরি হচ্ছে- বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় নতুন গান সুরে বেঁধে কণ্ঠে ধারণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল। গানের কথা প্রসঙ্গে তিনি প্রশংসা করলেন জাহিদ আকবরের।
জাহিদ আকবর রোমান্টিক গানের গীতিকার হিসেবেই পরিচিত।
কিন্তু এবারই প্রথম দেশ ও ক্রিকেট নিয়ে গান লিখেছেন তিনি। গানের কথা ‘উঠুক ঝড় ছক্কা চারে, একবার না বারে বারে..’।
কীভাবে লিখলেন এই গান? জিজ্ঞাসা করতেই গীতিকার জাহিদ আকবর বলেন, “আমি গানটি লিখতে চাইনি। কারণ আমি তো সবসময় রোমান্টিক গান লিখি। কিন্তু ‘বেস্ট কম’ কোম্পানি বলল, আমি ছাড়া এই গান কাউকে দিয়েই লেখাবে না। এখন লেখার পর খুব ভালো অনুভূতি হচ্ছে। কারণ ক্রিকেট আমি অনেক পছন্দ করি।”
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল।
এনটিভি অনলাইনকে এস আই টুটুল বলেন, “এই প্রথমবারের মতো ক্রিকেট নিয়ে গান করলাম। অনুভূতি ভালোই। বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে। মুশফিক, সাকিব, তামিম, নাসিরকে আমি অনেক আদর করি। তাঁরা প্রত্যেকেই ভালো মানুষ ও তুখোড় খেলোয়ার। তাঁরাও প্রত্যেকেই আমাকে সন্মান করে এবং গান পছন্দ করে।”
এফ এম রেডিও এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ‘উঠুক ঝড় ছক্কা চারে, একবার না বারে বারে..’ গানটি সম্প্রচার করা হচ্ছে।