ফুটবল দলের হারে ক্ষতির হাত থেকে বেঁচেছে জার্মানি!
দক্ষিণ কোরিয়ার কাছে হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। এই হারে স্বাভাবিক কারণেই হতাশ দেশটির ফুটবলপ্রেমীরা। সমর্থকরা হতাশা হলেও অর্থনৈতিকভাবে নাকি লাভবান হয়েছে জার্মানি।
জার্মান সংবাদমাধ্যম দ্য লোকালের খবরে বলা হয়েছে, জার্মানির খেলা থাকলেই নাকি শ্রমিকরা নির্দিষ্ট সময়ের আগে কাজ ছেড়ে চলে যায়। এতে উৎপাদক প্রক্রিয়া ব্যহত হয়। ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতিতে। তার একটি হিসাব দিয়েছে তারা। যাতে দক্ষিণ কোরিয়া ও জার্মানি ম্যাচেই দেশটির ক্ষতি হয়েছে ২০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা।
বিশ্বকাপে এখন আর জার্মানির কোনো খেলা নেই। তাই শ্রমিকরা নিয়মিত কাজে যোগ দেবে। এতে তাদের অর্থনীতিও লাভবান হবে।
গতকাল বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জার্মানি ২-০ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। ‘এফ’ গ্রুপ থেকে তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে জয় পেয়েও কোনো লাভ হয়নি, ৩ পয়েন্ট পেয়ে গ্রুপে তলানিতে থেকে আসর থেকে বিদায় নেয় তারা।
জার্মানির এই হারে বিশ্বকাপে আরেকটি অঘটন হয়েছে। এ নিয়ে পাঁচ বিশ্বকাপের চারটিতে চ্যাম্পিয়নরা প্রথম পর্ব থেকে বিদায় নেয়। ২০০২ সালে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্স। ২০১০ সালে একই দশা হয়েছিল ২০০৬ সালের শিরোপাজয়ী ইতালির। আর ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০১০ সালের শিরোপাজয়ী স্পেন। এবারের বিশ্বকাপে এই তিন ইউরোপিয়ান পরাশক্তির সঙ্গে যোগ দিল চারবারের শিরোপাজয়ী জার্মানিও।