এক মাস পর রোনালদোর গোল!
ফিফা ব্যালন ডি’অর জেতার পর থেকে দিনকাল ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। স্প্যানিশ লা লিগায় কর্দোবার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। শাস্তি শেষে মাঠে ফিরলেও টানা তিন ম্যাচ গোলের দেখা পাননি। সর্বশেষ গোল পেয়েছিলেন গত ১৮ জানুয়ারি, লা লিগায় গেতাফের বিপক্ষে। ওদিকে তাঁর প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ লিওনেল মেসি গোল করেই চলেছেন। তাঁর ছন্দহীনতা নিয়ে যখন কিছুটা গুঞ্জন, ঠিক তখনই জ্বলে উঠলেন রোনালদো। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে জার্মানির শালকের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম গোলটি রোনালদোর। পরের গোলেও ছিল তাঁর সহযোগিতা।
২৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর ৭৯ মিনিটে মার্সেলোকে গোল বানিয়ে দেন রোনালদো। কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাওয়া রিয়াল ফিরতি ম্যাচ খেলবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, ১০ মার্চ।
শালকের বিপক্ষে এই জয় দিয়ে বায়ার্ন মিউনিখের একটা ‘রেকর্ড’ ছুঁয়ে ফেলেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের টানা ১০ ম্যাচ জয়ের কীর্তিতে ভাগ বসিয়েছে ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ক্লাব। জার্মান-পরাশক্তি বায়ার্ন কীর্তিটা গড়েছিল ২০১৩ সালে।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে দুই ফুটবল-মহাতারকার মধ্যে একটি লড়াইও দারুণ জমে উঠেছে। ৭৫ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন মেসি। বুধবারের গোলটি রোনালদোর ৭৩তম।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে পোর্তো ও বাসেল ১-১ গোলে ড্র করেছে। অমীমাংসিত ছিল আগের রাতের দুটি ম্যাচও। চেলসি ১-১ গোলে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে। বায়ার্ন মিউনিখ-শাখতার দোনেচ্ক লড়াইয়ে কোনো গোল হয়নি।