বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে আলোচনায় ‘মার্সিয়া’
আফগানিস্তানকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ-অভিযানের শুরুটা দুর্দান্ত হয়েছে। এবার বাংলাদেশের সামনে প্রতিযোগিতার সহ-আয়োজক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। কিন্তু শনিবার ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোনো ক্রিকেটারের নাম নয়, সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ‘মার্সিয়া’। ঘূর্ণিঝড় মার্সিয়া ম্যাচটা আদৌ হতে দেবে কি না, তা নিয়ে শঙ্কিত দুই দল।
আবহাওয়ার পূর্বাভাষ, মার্সিয়ার তাণ্ডবে শুক্র ও শনিবার ব্রিসবেনে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। আফগান-বধের সুখস্মৃতি নিয়ে, ক্যানবেরা থেকে প্রায় ৬০০ মাইল পাড়ি দিয়ে বৃহস্পতিবার ব্রিসবেনে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। অস্ট্রেলিয়া সেখানে আছে আগে থেকেই। কিন্তু বিরূপ আবহাওয়া ঠিকভাবে অনুশীলন করতে দিচ্ছে না অস্ট্রেলীয় ক্রিকেটারদের। বুধবার ইনডোরে অনুশীলন সারতে হয়েছে তাদের।
মার্সিয়া প্রথম একাদশের পরিকল্পনাও এলোমেলো করে দিতে বসেছে চারবারের চ্যাম্পিয়নদের। বাংলাদেশের বিপক্ষে চার পেসার মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে নিয়ে বোলিং-আক্রমণ সাজানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার। কিন্তু অননুমেয় আবহাওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না স্বাগতিক দল।
বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলার সময় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের কণ্ঠে সেই অনিশ্চয়তা ফুটে উঠল, ‘হ্যাঁ, চার পেসার খেলানোর সম্ভাবনা আছে। কিন্তু এখনই চূড়ান্ত দল বা পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা মুশকিল। কারণ আবহাওয়া কেমন থাকে তা আগে থেকে বোঝা যাচ্ছে না।’
একটা ব্যাপারে অবশ্য অস্ট্রেলিয়া নিশ্চিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে না খেললেও শনিবার অধিনায়ক মাইকেল ক্লার্ককে ফিরে পাচ্ছে তারা। ক্লার্ককে জায়গা দিতে বাদ পড়তে পারেন জর্জ বেইলি।
তবে সব পরিকল্পনা, হিসাব-নিকাশ নির্ভর করছে মার্সিয়ার ওপর। ম্যাচটা পরিত্যক্ত হলে এক পয়েন্ট করে পাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।