‘সবাই মিলে মেসির পাশে থাকো’
রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লাড়াইয়ে আজ শনিবার প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ফেভারিট ফ্রান্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে জিতেবে তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। তবে এই ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে দলটির সবচেয়ে তারকা লিওনেল মেসিকে। দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী তারকা দিয়েগো ম্যারাডোনা তাই পরামর্শ দিয়েছেন, সাবাই মিলে মেসিকে সাহায্য করতে— তাহলে দল সাফল্য পেতে পারে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘ফ্রান্স ও আর্জেন্টিনা, দুই দলই খুবই শক্তিশালী। দুই দলেই আছে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার। এই দুই দল ফাইনালে মুখোমুখি হতে পারত। তাদের সেই সামর্থ্য আছেও।’
এই ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হলে দলের অন্য খেলোয়াড়দেরে মেসির পাশে থাকতে বলেছেন ৮৬ সালের বিশ্বকাপ জায়ী দলের অধিনায়ক, ‘মেসি যদি নিজের সামর্থ্য অনুযায়ী এই ম্যাচে খেলতে পারে, অবশ্যই আর্জেন্টিনা জিতবে। তাই দলের সবাইকে মেসির পাশে থাকতে হবে। সবাই মিলে মেসিকে সহযোগিতা করতে হাবে। তাহলেই আর্জেন্টিনা সাফল্য পেতে পারে।’
আগের ম্যাচগুলোর উদহারণ টেনে ম্যারাডোনা বলেন, ‘অবশ্য গ্রুপ পর্বে আর্জেন্টিনা খুব একটা ভালো ফুটবল খলেতে পারেনি। মেসির দারুণ কিছু মুভ ছিল, এটিই যা। তবে আর্জেন্টিনা দলে যে ঝামেলা আছে সেটা বোঝাই যাচ্ছে। প্রথম একাদশ নির্বাচন নিয়েও কোচকে ঝামেলায় পড়তে হয়।’