ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেন বাড়লেও সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
ডিএসইতে আজ মোট ৩০৭টি কোম্পানির ছয় কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৬৬ কোটি ৮৫ লাখ তিন হাজার ৮৪৩ টাকা; যা আগের দিনের চেয়ে সাত কোটি ৪৯ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.০৪ পয়েন্ট কমে ৪৭৮৮.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৮.৩১ পয়েন্ট কমে ১৭৭৭.৮৭ ও ডিএসইএস শরিয়াহ সূচক ৫.৪১ পয়েন্ট কমে ১১২৮.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩০৭টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত থেকেছে ৫০টির।
অন্যদিকে সিএসইতে ১৮ কোটি ১২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৬টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৬১ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- গ্রামীণফোন, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আমরা টেকনোলজিস, সিভিওপিআরএল, অগ্নি সিস্টেমস ও ইফাদ অটোস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- আইসিবি এএমসিএল দ্বিতীয়, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক, এনটিসি, সিটি ব্যাংক, রেকিট বেনকিজার, ইউসিবিএল ও বিএসসিসিএল।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, বিএসসি, ফ্যামিলিটেক্স, বিডি অটোকারস, দুলামিয়া কটন, জিলবাংলা সুগার, আরএকে সিরামিকস, নর্দার্ন জুট, মেঘনা পিইটি ও মাইডাস ফাইন্যান্স।