সমাজ ব্যবস্থা ধ্বংসের দোরগোড়ায় : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সমাজ ব্যবস্থা ধ্বংসের দোরগোড়ায়।’ তিনি আরো বলেন, ‘যে সমাজে মানুষ প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না সে সমাজে মানুষ বাস করতে পারে না।’
আজ বুধবার রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার সমালোচনা করেন এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘ছাত্ররা আন্দোলন করছে সংস্কারের জন্য। কীভাবে তাদের পেটানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ওই ছাত্রদের অভিভাবক যারা সম্মানিত ব্যক্তি তারা সমাজের। তাদেরও ছাড়া হচ্ছে না, তাদেরও আক্রমণ করা হচ্ছে, আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোন সমাজে বাস করি?’
এইচ এম এরশাদ বলেন, ‘মাদকের ছোবলে, চোরাকারবারিদের কষাঘাতে অপসংস্কৃতির তুফানে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এখন ধ্বংসের মুখে।’
এরশাদ আরো বলেন, ‘দেশের বিবেকবান মানুষ চলমান রাজনীতিকে আর গ্রহণ করছে না। নির্বাচনের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত।’ এরশাদ আরো বলেন, ‘জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই ক্ষমতায় আসার স্বপ্নও দেখছে দলটি।’