‘প্রেম বলে কিছু নেই’ দিয়ে অভিষেক হচ্ছে সানিতার
নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক শাহীন সুমন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘প্রেম বলে কিছু নেই’ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরতে সাংবাদিকদের সামনে নতুন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেন পরিচালক শাহীন সুমন। ছবিতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী, সুমিত, নবাগতা নায়িকা সানিতা, অমিত হাসান, সাদেক বাচ্চু, কমল পাটেকার ও জিয়া তালুকদার।
নবাগতদের নিয়ে কাজের ব্যাপারে শাহীন সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাপ্পি-মাহিকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এখন তারা সুপারস্টার। আঁচলকে নিয়ে এসেছিলাম, সেও বাণিজ্যিক ছবিতে সফল। শুধু পুরোনোদের নয়, নতুনদের তৈরি করার দায়িত্বও আমাদের। তবে দর্শক প্রতারিত হবেন না, এটুকু কথা দিতে পারি। এ ছবিতে নতুন নায়িকা হিসেবে সানিতাকে নিয়ে আসছি।’
ছবির গল্পে দেখা যাবে, বাপ্পি ও সুমিত দুই বন্ধু, যাঁরা মনের অজান্তেই ভালোবেসে ফেলেন সানিতাকে। ঘটনার একপর্যায়ে দুই বন্ধুর প্রেম সানিতাকে দ্বিধায় ফেলে। সানিতা বুঝে উঠতে পারেন না, আসলে তিনি কাকে ভালোবাসেন। এমন অবস্থায় সুমিত ও বাপ্পির জীবনে নেমে আসে নানা রকমের বাধা। কিছু খারাপ মানুষের আবির্ভাবে তাদের জীবনে তৈরি হয় জটিলতা।
আগামী ৩ মার্চ থেকে এফডিসিতে শুরু হবে ছবিটির শুটিং।