নেইমারের ‘অভিনয়’ নিয়ে কী বললেন ম্যারাডোনা?
প্রতিপক্ষ খেলোয়াড়রা যেন একটু ছুঁয়ে দিলেই মাটিতে পড়ে যাচ্ছেন নেইমার। তাঁর এই অতিরিক্ত পড়ে যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছেই। কেউ কেউ বিষয়টাকে বাড়াবাড়ি মনে করছেন। আবার কেউ বলেছেন, তিনি অভিনয় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে তা নিয়ে। এবার এই আলোচনায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। নেইমারকে অহেতুক ডাইভ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আগামীকাল শুক্রবার শেষ আটের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে নেইমারের দল বাজিল। এই ম্যাচের আগে পরামর্শ দিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে নেইমার। যখন তখন পড়ে যায় সে। এভাবে অহেতুক পড়ে গেলে হলুদ কার্ডও পেতে পারে সে। তা ছাড়া এখন ভিএআর পদ্ধতি রয়েছে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার তার।’
আসরের গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নেইমার হলুদ কার্ড পেয়েছিলেন। আরো একটি হলুদ কার্ড পেলে তাঁকে বিপদে পড়তে হাতে পারে। তাই হয়তো ম্যারাডোনা এমন পরামর্শ দিয়েছেন।
অবশ্য নেইমার শুধু যে এমনি এমনিই পড়ে যাচ্ছেন, তা কিন্তু নয়। গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে ফাউল করা হয়েছে ১০ বার। ১৯৯৮ সালের পর একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি ফাউল হওয়ার উদাহরণ এটি। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তিউনিসিয়া ইংল্যান্ডের অ্যালান শিয়ারারকে ফাউল করেছিল ১১ বার।
অন্যদিকে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের হিসেব করলে নেইমার গেছেন আরো বিরল জায়গায়। ব্রাজিলের কোনো খেলোয়াড় সর্বশেষ এতবার ফাউলের শিকার হয়েছিলেন সেই ১৯৬৬ সালে।
নেইমারের জার্সি টানা, মুখে আঘাত করে ফেলে দেওয়া এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটিয়েছেন সুইস ফুটবলাররা। তবে নেইমারও খুব বেশি হালকাপাতলা বলে দ্রুত মাটিতে লুটিয়ে পড়েন- এমন মন্তব্যও এসেছে অনেকের কাছ থেকে। আবার কিছু ক্ষেত্রে নেইমার খুব বেশি অভিনয় করে ফেলেছেন- এমন অভিযোগের তীরও ছুটে গেছে নেইমারের দিকে।