মাশরাফিদের মাঠে নামার আকুতি
সাইক্লোন মার্সিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সমুদ্র উপকূল। ঝড়ো হাওয়া আর ভারি বৃষ্টিপাতের আশঙ্কা শনিবারও। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা।
ম্যাচটি পরিত্যক্ত হলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেলেই এক পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। কে জানে, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এই একটি পয়েন্ট সহায়ক হয়ে দাঁড়াবে কি না। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৪ রানে অলআউট হলেও বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ায় মূল্যবান একটি পয়েন্ট পেয়েছিল পাকিস্তান। সেই পয়েন্টের ওপর ভর করে লিগ পর্বের শেষ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা ইমরান খানের দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়েছিল।
বাংলাদেশকে নিয়ে এখনই এতদূর ভাবা বাতুলতা। অবশ্য অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এক পয়েন্ট পেলে বাংলাদেশ দলের খুশি হওয়ার কথা। কিন্তু মাশরাফির দলের কারো মধ্যেই এমন মনোভাব নেই। অধিনায়ক স্বয়ং জানিয়ে দিয়েছেন, ব্রিসবেনের বিখ্যাত মাঠ গ্যাবায় প্রথমবারের মতো খেলতে চাওয়ার আকুতির কথা।
শুক্রবার কুইন্সল্যান্ড উপকূলে আঘাত হেনেছে মার্সিয়া। অঝোর বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দেরিতে শুরু করে দৈর্ঘ্য কমিয়ে হলেও ম্যাচটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মাশরাফিও চাইছেন তেমনটা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা এখানে ভালো খেলতে পারলে নিঃসন্দেহে তা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে সাহায্য করবে। ম্যাচটা না হলে আমরা ভীষণ হতাশ হবো।’
মাঠে না নেমে অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিধর দলের কাছ থেকে এক পয়েন্ট ‘কেড়ে’ নেওয়ার কোনো ইচ্ছা নেই মাশরাফির। তাঁর দল যে এমন প্রার্থনা করছে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়ে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, ‘আমরা এক পয়েন্টের দিকে তাকিয়ে নেই। এটা নেতিবাচক চিন্তা। আমরা ম্যাচটি খেলার জন্যই নিজেদের প্রস্তুত করছি।’
মাইকেল ক্লার্কও নিশ্চয়ই খেলতে উন্মুখ। চোট থেকে সেরে উঠলেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার ঝুঁকি নেননি। তবে বাংলাদেশ ম্যাচে অধিনায়ক যে খেলছেন, তা গত বুধবার জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দল।
অবশ্য যদি খেলাটা হয়!