কবির ক্রিকেট দর্শন
তৃতীয় স্থানে বাংলাদেশ
কাকলী রেজা বললেন,‘কালকে খেলা অনুষ্ঠিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। গত দুদিন থেকে ঝড় আর বৃষ্টির যে তাণ্ডব চলছে এখানে, তাতে উলুংগাবাতে বন্যা হওয়ার চান্স অনেক। কারণ, কয়েক বছর ধরে ইপসুইচের এই অংশটায় ভয়াবহ বন্যা হয়। ...সো, আমার খেলা দেখতে যাওয়ার চান্স জিরো... ।’
আমার মুখপঞ্জির (ফেসবুক) বন্ধু কল্যাণীয়া কাকলী রেজা (রাজশাহীর মেয়ে) এখন ব্রিসবেনে থাকে। আগাম টিকেট কেটে বড় আশা করে সে বসেছিল বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ব্রিসবেন স্টেডিয়ামের গ্যালারিতে, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলাটি দেখবে বলে। বাংলাদেশ ও ক্রিকেটের পাগল এই মেয়েটির জন্য খুব কষ্ট হচ্ছে।
নানা সূত্রেই জানা যাচ্ছিল, বৈরী আবহাওয়ার কারণে কালকের খেলাটি অনিশ্চিত। তবু (অনিশ্চয়তার খেলা ক্রিকেট) নিশ্চিত হতে পারছিলাম না আমরা।
কিন্তু কিছুক্ষণ আগে কাকলী ওর নিজের স্ট্যাটাসে যা বলেছে, তার চেয়ে বিশ্বস্ত সূত্র আর কিছুই হতে পারে না। সুতরাং কাল ম্যাচ হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না।
ক্যানবেরায় আফগানবধের পর আমাদের ব্যাঘ্রকুল-দলপতি মাশরাফি যদিও বলেছেন, কারটেইল ওভারের খেলা নয়, পুরো ৫০ ওভারের খেলাই তাঁর দল খেলতে চায় অস্ট্রেলিয়ার সঙ্গে। আমি কিন্তু তা চাইছি না। আমি চাইছি, অপরাজিত দল হিসেবেই বাংলাদেশ মেলবোর্নের মাঠে (২৬ ফেব্রুয়ারি, সকাল ৯টা ৩০ মিনিট) শ্রীলংকার মুখোমুখি হোক।
অস্ট্রেলিয়া মাশরাফির বৈরী প্রকৃতির দাক্ষিণ্য গ্রহণ না করার এই বাসনাকে যে দুর্বলের আস্ফালন বলে ভাবছে না, তার প্রমাণও পাওয়া গেল তাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাডিনের কথায়। হাডিন বলছেন, বাংলাদেশ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।
তাই মনে হচ্ছে, কালকের ম্যাচটি না হলে অস্ট্রেলিয়াও মন খারাপ করবে না। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়াটাকে তারাও স্বাগত জানাবে। এই পয়েন্ট ভাগাভাগির ফলে চাপ বাড়বে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য লড়াইরত ‘এ’ গ্রুপের অন্য দলগুলোর ওপর, বিশেষ করে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের ওপর। স্কটল্যান্ড ও আফগানিস্তান শেষ পর্যন্ত খসে পড়বে বলেই আমার ধারণা।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে যদি আমরা হারাতে পারি, তাহলে স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়েও আমাদের পক্ষে দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব হবে।
গ্রুপ পর্যায়ে আপাতত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর বাংলাদেশই যে জায়গা করে নিয়েছে, তা এখন বলতেই পারি।
গ্রুপের এই তৃতীয় অবস্থান থেকে বাংলাদেশকে আর হটানো যাবে না বলেই আমার ধারণা।
সাবাস টাইগার্স, বাংলাদেশের মাথাপিছু আয় যে বেড়েছে, তা বিশ্বকে বুঝিয়ে দাও।
দুপুর ২টা ৫০ মিনিট
২০ ফেব্রুয়ারি-২০১৫