হিল্লোল-নওশীনের ‘মুখোশ মানুষ’
আসছে ‘মুখোশ মানুষ’। ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ ৮০ শতাংশ শেষ। আগামী মাসের মধ্যেই সব কাজ শেষ করে জুন মাসে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্রটি। আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চলচ্চিত্রের পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব গুলজারসহ ছবির কলাকুশলী। ‘মুখোশ মানুষ’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন হিল্লোল ও নওশীন।
পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘এই ছবিতে যাঁরা কাজ করছেন তাঁরা সবাই নতুন। এঁরা যদি ভুল করেন তবে এই ভুলটাও নতুন। কারণ যে বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছেন বিষয়টিও নতুন।
আমরাও অনেক ভুলের পর আজ এই জায়গায় আসতে পেরেছি। আপনারা নতুনরা যদি ছবি বানাতে থাকেন, তাহলে আর বাইরে থেকে ছবি এনে বাংলাদেশের হল বাঁচাতে হবে না। হল এমনিতেই বাঁচবে।’
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ছবির শুভকামনা করেন কিন্তু ছবির মূল চরিত্র হিল্লোল ও নওশীন অনুষ্ঠানে না আসায় ক্ষোভও প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের এমন শিল্পীদের জন্য ৩০ শতাংশ খরচ বেড়ে যায়। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখনো হিল্লোল ও নওশীন উপস্থিত হতে পারেননি। তারকারা যদি সময়সচেতন না হন, এর দায় নিতে হবে তাঁদেরই।’
‘মুখোশ মানুষ’ ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘আমরা একটি টেলিফিল্ম করেছিলাম এবং সেটির ট্রেইলার অনলাইনে দেওয়ার পর ব্যাপক সাড়া পাই। সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি লেখা হয়েছে। তাই কাহিনীর প্রয়োজনে যেসব দৃশ্য থাকা দরকার, তা-ই থাকছে। তবে দর্শকমনে বিরূপ প্রভাব ফেলে এমন কিছু রাখছি না।’ পরিচালক জানান, ‘দ্য ফেক’ নামের ওই টেলিফিল্ম থেকেই এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় তোলে ‘দ্য ফেক’ শিরোনামের ওই টেলিছবির ট্রেইলার। চরিত্রের প্রয়োজনে সে সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদনান ফারুক হিল্লোল ও নওশীন। এবার এটি আসছে পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে। নতুন নাম ‘মুখোশ মানুষ’ ইংরেজিতে অনুবাদ করা হয়েছে ‘দ্য ফেক’। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নতুন করে যুক্ত হয়েছেন লামিয়া মিমো, রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।