বিজেএমসির জালে শেখ জামালের গোলবন্যা
হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের হ্যাটট্রিকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব বিশাল ব্যাবধানে জিতেছে। শুক্রবার ফেডারেশন কাপের এই ম্যাচে তারা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিজেএমসিকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে ওয়েডসন শেখ জামালকে গোলের সূচনা এনে দেন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সোহেল রানা।
বিরতির পর শেখ জামাল আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৭ মিনিটে কেষ্ট কুমার শেখ জামালের পক্ষে তৃতীয় গোল করেন। এর পরই আবার জ্বলে ওঠেন ওয়েডসন। ৫১ ও ৫৮ মিনিটে আরো দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
৭২ মিনিটে হাইতির মিডফিল্ডার লিওনেল সেন্ট এবং ইনজুরি সময়ে ফরোয়ার্ড রুবেল মিয়া আরো দুটি গোল করে শেখ জামালের বড় জয় নিশ্চিত করেন।
দুই জয়ে শেখ জামাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে। আর বিজেএমসি দুই ম্যাচ হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। গ্রুপের অন্য দল ফেনী সকার শেষ আটে উঠেছে এক ম্যাচ জিতে।