গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে মোহামেডান
আগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী দলটির পরফরম্যান্সে ছিল আরো অধোগতি। মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৫৯ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার ওয়ালসনের গোলে ব্রাদার্স এগিয়ে যায়। ছয় মিনিট পর মোহামেডান খেলায় সমতা আনে ফরোয়ার্ড সবুজের করা গোলে।
টুর্নামেন্টে সবুজের এটি দ্বিতীয় গোল। এর আগে প্রথম ম্যাচেও দলের জয়ে তিনি একটি গোল করেন।
অবশ্য এই ড্রয়েও মোহামেডানের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে খুব একটা বাধা হয়নি। এক জয় এক ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ওঠে তারা। দুই ড্রয়ে দুই পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাদার্সও।