পাকিস্তানের দেড় শ রানের হার
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ-অভিযান শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আশাই করছিল পাকিস্তানের সমর্থকরা। কিন্তু জয় তো দূরের কথা, হারের ব্যবধান বড় হলো আরো! ক্রাইস্টচার্চে ক্যারিবীয়দের কাছে ১৫০ রানের হার অনেক লজ্জাতেও ফেলে দিয়েছে মিসবাহর দলকে। রানের দিক দিয়ে বিশ্বকাপে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে হার। এক রানে চার উইকেট হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে বাজে শুরুর ‘রেকর্ড’ও গড়েছে তারা।
৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের সূচনা হয়েছে জঘন্য। ওয়েস্ট ইন্ডিজের দুই নতুন বলের বোলার জেরম টেলর ও অধিনায়ক জেসন হোল্ডারের তোপে শুরুতেই ফিরে যান নাসির জামশেদ, ইউনিস খান, হারিস সোহেল ও আহমেদ শেহজাদ। শেহজাদ কোনো রকমে এক রান করলেও বাকি তিনজন বিদায় নেন শূন্য হাতে। স্কোরবোর্ডের চেহারা তখন অবিশ্বাস্য—৩.১ ওভারে এক রানে চার উইকেট!
একাদশ ওভারে আবার ধাক্কা—দলীয় ২৫ রানে অধিনায়ক মিসবাহ-উল-হককে (৭) ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। ষষ্ঠ উইকেটে শোয়েব মাকসুদ ও উমর আকমলের ৮০ রানের জুটি পাকিস্তানকে কিছুটা আশার আলো দেখিয়েছিল। ২৬তম ওভারে মাকসুদকে (৫০) ফিরিয়ে এই জুটি ভেঙে দেন ড্যারেন স্যামি। স্কোর তখন ১০৫/৬।
এরপর শহীদ আফ্রিদিকে (২৮) নিয়ে আকমল (৫৯) ৩৪ রানের জুটি গড়লেও তা শুধু দেড়শ পেরোতেই সাহায্য করেছে পাকিস্তানকে। তারপরও কি না দেড় শ রানের হার! মাকসুদ-আকমল-আফ্রিদি ছাড়া আর কারো দুই অঙ্কের ঘরে রান করতে না পারাই তার কারণ।
দুর্দান্ত বোলিংয়ের নিদর্শন রেখে তিনটি করে উইকেট নিয়েছেন টেলর ও রাসেল। ইনজুরি কাটিয়ে ফিরে বাঁ-হাতি স্পিনে দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ে ভালো অবদান রেখেছেন সুলিমান বেনও। বাকি উইকেট দুটো হোল্ডার ও বেনের।
সকালে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একদমই ভালো হয়নি। তবে দলীয় ১৭ রানে এই সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইলকে (৪) হারালেও ড্যারেন ব্রাভো (৪৯), মারলন স্যামুয়েলস (৩৮), দীনেশ রামদিন (৫১) ও লেন্ডল সিমন্সের (৫০) দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে ক্যারিবীয়দের তিন শয়ের ওপরে নিয়ে যেতে রাসেলের বিশাল ভূমিকা। মাত্র ১৩ বলে চারটি ছক্কা ও তিনটি চারে ৪২ রানে অপরাজিত এই অলরাউন্ডারের ব্যাটের ঝড় উড়িয়ে দিয়েছে পাকিস্তানের বোলিং আক্রমণ।
এমন বিধ্বংসী ইনিংসের পর তিন উইকেট নেওয়া রাসেল ছাড়া আর কে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেন!
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ৩১০/৬ (স্মিথ ২৩, গেইল ৪, ব্রাভো ৪৯, স্যামুয়েলস ৩৮, রামদিন ৫১, সিমন্স ৫০, স্যামি ৩০, রাসেল ৪২*; হারিস ২/৬২, ইরফান ১/৪৪, ওয়াহাব ১/৬৭, সোহেল ১/৭৩)
পাকিস্তান : ৩৯ ওভারে ১৬০ (জামশেদ ০, শেহজাদ ১, ইউনিস ০, হারিস ০, মিসবাহ ৭, মাকসুদ ৫০, উমর ৫৯, আফ্রিদি ২৮, ওয়াহাব ৩, সোহেল ১, ইরফান ২*; টেলর ৩/১৫, রাসেল ৩/৩৩, বেন ২/৩৯, হোল্ডার ১/২৩, স্যামি ১/৪৭)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে জয়ী
ম্যাচ সেরা : আন্দ্রে রাসেল।