শুটিংয়ে আহত রিচা
দিল্লিতে নতুন ছবির শুটিংয়ে আহত হয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেত্রী রিচা চাড্ডা। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয় সেখানে তিনি সুধীর মিশরার ‘অউর দেবদাস’ ছবির শুটিং করছিলেন।
গল্পের প্রয়োজনে রিচাকে একটি স্কুটিতে চড়তে হয়েছিল। আগে কখনোই স্কুটি চালাননি এই অভিনেত্রী। তাই শুটিংয়ের আগে কয়েক দফা চেষ্টা করে মোটামুটিভাবে স্কুটি চালানো শিখে সন্ধ্যায় শুটিংয়ের কাজ শুরু করেছিলেন তিনি।
কিন্তু ক্যামেরা চালু হতেই সব প্রচেষ্টা জলাঞ্জলি দিয়ে স্কুটিসমেত রিচা মাটিতে গড়াগড়ি খেলেন।বিপত্তিটা কিভাবে ঘটল শুনুন রিচার মুখেই, ‘আমি স্কুটিটা চালানো শুরু করেছিলাম। কিন্তু সামনে থাকা প্রোডাকশনের গাড়িটা স্কুটির কাছাকাছি চলে এসেছিল। তাই ব্রেক চাপলাম। আর সাথে সাথেই স্কুটি থেকে পড়ে গেলাম।’
শুধুই পড়ে গেলে হতো কিন্তু পড়ে গিয়ে পায়ে ভালোই ব্যথা পেয়েছেন রিচা। হাত-পায়ে কালো দাগও পড়েছে। শুটিং বন্ধ করাটা মোটেও পছন্দ করেন না তিনি। কিন্তু আফসোস তার কারণেই বন্ধ হলো সেদিনের শুটিং।
এ নিয়ে অবশ্য ইউনিটের লোকজনের কোন দুঃখ নেই, তাদের শান্তির কারণ হচ্ছে স্কুটিটা ফাঁকা রাস্তায় চালাচ্ছিলেন রিচা। দিল্লির লোকভর্তি রাস্তায় যদি স্কুটি নিয়ে পড়ে যেতেন তাহলে হয়তো পুরো ছবির শুটিংটাই বাতিল করতে হতো!