মদিনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন
সৌদি আরবের মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত সোমবার মদিনার তাবুক চেক পয়েন্টের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলামের খেজুরের বাগানে বনভোজন অনুষ্ঠিত হয়।
প্রবাসের ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি পেতে সেখানে উপস্থিত হয়েছিল দলমত-নির্বিশেষে অনেক প্রবাসী। এ আয়োজন কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় মিলনমেলায়। হৈচৈ আর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন মদিনার প্রবাসীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর।
সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা জেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক মাদানী।
বিশেষ অতিথি ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সভাপতি মুছা আবদুল জলিল, আজগর আলীসহ মদিনা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
আলোচনা সভা, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লটারির আয়োজন করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে লটারিতে বিজয়ী হন মুছা আবদুল জলিল, মহিউদ্দিন কায়ছার খোকন ও মোহাম্মদ শাহাবুদ্দিন।