ক্ষোভের আগুনে ‘পুড়ছেন’ মিসবাহরা
ভারতের কাছে ৭৬ রানের হার দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে দেড়শ রানের বিশাল ব্যবধানে হারের পর ‘বি’ গ্রুপের সবচেয়ে নিচে পাকিস্তানের অবস্থান। এমনকি নেট রান রেটে আরব আমিরাতও তাদের ওপরে! শনিবার ক্রাইস্টচার্চে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ভীষণ ব্যর্থ ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ক্ষোভ ঝরে পড়ল অধিনায়ক মিসবাহ-উল-হকের কণ্ঠ থেকে।
টস জিতে ফিল্ডিং করতে নামা পাকিস্তানের বোলার-ফিল্ডাররা ভালো করতে পারেননি। শহীদ আফ্রিদি, নাসির জামশেদ ও মোহাম্মদ ইরফানের ব্যর্থতায় ক্যাচ পড়েছে তিনটি। শেষ ১০ ওভারে তাদের বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিবীয়দের ১১৫ রান এনে দেন আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি ও লেন্ডল সিমন্স। এরপর ৩১০ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৬০ রানেই অলআউট।
এমন বাজে পারফরম্যান্স যে কোনো অধিনায়ককে ক্ষুব্ধ করবেই। মিসবাহও তাঁর দল নিয়ে ক্রুদ্ধ। খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়কের কথায় হতাশার চেয়ে ক্ষোভের ঝাঁজই বেশি ফুটে বেরোলো, ‘আজ আমাদের সব কিছুই ভুল ছিল। তিন বিভাগেই অনেক ভুল করেছি আমরা। ভালো বল করতে পারিনি। অনেকগুলো ক্যাচ মিস করেছি। আপনি বোলার-ব্যাটসম্যান-ফিল্ডার যে ভূমিকাই পালন করুন না কেন, অবশ্যই ভালো পারফর্ম করতে হবে।’
হতাশাকে সঙ্গী করে ক্রাইস্টচার্চ থেকে ব্রিসবেনে উড়ে যাচ্ছে পাকিস্তান। ১ মার্চ সেখানেই তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মিসবাহর দল।