স্কয়ার ড্রাইভ
একটা উপভোগ্য লড়াইয়ের আশা করছি
প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের খেলোয়াড়দের মনোবল অনেক বেড়ে গেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আছে ফর্মের তুঙ্গে। তাই রোববার মেলবোর্নে দুই দলের লড়াই উপভোগ্য হবে বলেই আমার বিশ্বাস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করা দলের জয়ের সম্ভাবনাই বেশি।
তবে কিছু কিছু জায়গায় প্রোটিয়াদের এগিয়ে রাখতেই হবে। তাদের ব্যাটসম্যানরা দারুণ ফর্মে আছেন। এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা ভালো খেলছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা জেপি ডুমিনি আর ডেভিড মিলারও দক্ষিণ আফ্রিকানদের জন্য অনুপ্রেরণা।
ভারতের দুই পেসার মোহাম্মদ সামি ও উমেশ যাদব প্রথম ম্যাচে দারুণ বল করেছেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে তাঁরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। এই দুজন শুরুতে ধাক্কা দিতে পারলে প্রোটিয়াদের ইনিংস খুব একটা বড় না-ও হতে পারে। অবশ্য ভারতের অন্য বোলারদেরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।
ভারতের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো। বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করেছেন। সুরেশ রায়না আর শিখর ধাওয়ানও ফর্মে আছেন। উদ্বোধনী জুটি ভালো একটা ভিত গড়ে দিতে পারলে অন্যরা ভালো করার প্রেরণা পাবে। তাহলে প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্যও দিতে পারবে ‘টিম ইন্ডিয়া’।
অবশ্য দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে কাজটা খুব একটা সহজ হবে না। ধোনিদের জন্য বরং ঠাণ্ডা মাথায়, চিন্তা-ভাবনা করে ব্যাট করাই বুদ্ধিমানের কাজ হবে।
রোববারের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। হার দিয়ে বিশ্বকাপ শুরু করায় দুই দলের জন্যই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে থাকা শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা যে বেশি, তা বলাই বাহুল্য।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।