গ্যালারিতে থাকবেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া। উত্তেজনায় ভাসছে ইউরোপের ছোট্ট দেশটি। আর তিনি বসে থাকবেন তা কি হয়? মস্কো পৌঁছে গেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোবিচ। মদরিচ, রাকিতিচদের তিনি সমর্থন দিবেন গ্যালারিতে বসেই।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে ক্রোয়েশিয়া। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেননি মদরিচরা। মাঠে বসেই গুরুত্বপূর্ণ খেলা দেখেছেনও ক্রোয়াট প্রেসিডেন্ট। শুধু দেখেছেন বললে ভুল হবে রাকিতিচরা গোল পেলে উল্লাসে মেতেছেন কোলিন্দা গ্রাবার। খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে উল্লাসে মেতেছেন ফুটবলারদের সঙ্গে।
স্থানীয় সময় আজ রোববার সকালেই মস্কো পৌঁছে যান কোলিন্দা গ্রাবার। ক্রোয়েশিয়ার সমর্থকরা তাঁকে পথে স্বাগত জানায়। এ সময় হাজার হাজার ক্রোয়াটের গায়ে ছিল ক্রোয়েশিয়ার জার্সি। অন্যদিকে কোলিন্দা গ্রাবারও ক্রোয়েশিয়ার জার্সি পড়েই হাজির হন মস্কোতে।
মস্কো এসেই তিনি চলে যান প্রিয় দলের হোটেলে। হোটেলের নিচে প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান ক্রোয়েশিয়া ফুটবল দলের কোচ জলাটকো দালিচ। সেখানে হাত নেড়ে নিজ দেশের সমর্থকদের শুভেচ্ছাও জানান প্রেসিডেন্ট কিতারোবিচ।
এদিকে জাগরেভ থেকে মস্কোতে আসার সময় উড়োজাহাজেই ভিডিও বার্তা দিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট।
ওই ভিডিও বার্তায় কোলিন্দা গ্রাবার কিতারোবিচ বলেন, ‘ক্রোয়েশিয়ার জনগণের পক্ষ থেকে রাশিয়ার সবাই শুভেচ্ছা। তারা সত্যিই অসাধারণ আয়োজন করেছে। ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা। প্রস্তুত থাক রাশিয়া, আমরা আসছি।’