গোল্ডেন বুট হ্যারি কেনের
এবারের বিশ্বকাপটা ভালোই কেটেছে ইংল্যান্ডের। তরুণ একটা দলকে নিয়ে সেমিফাইনাল খেলেছেন হ্যারি কেন। তিনি দলটির নেতৃত্ব দিয়েছেন, গোল করেছেন। ইংল্যান্ড খালি হাতে ফিরলেও এই অভিজ্ঞ স্ট্রাইকার খালি হাতে ফিরছেন না। সবচেয়ে বেশি গোল করে তিনিই জিতলেন গোল্ডেন বুট!
চলতি আসরে সবচেয়ে বেশি ছয়টি গোল করেছেন হ্যারি কেন। ফাইনাল খেলা ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আতোয়োন গ্রিজম্যানের গোল চারটি করে। হ্যারি কেনকে পেছনে ফেলতে চারটি করে না হয় অন্তত হ্যাটট্রিক করতে হতো তাদের।
হ্যারি কেন চলতি বিশ্বকাপে খেলেছেন মোট ছয় ম্যাচ। ছয় গোলের মধ্যে তাঁর তিনটি গোলই এসেছে পেনাল্টিতে। এদিকে পাঁচটি গোলই হয়েছে গ্রুপ পর্বে।
এ ছাড়া বেলজিয়ামের রোমেলো লুকাকু ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চারটি করে গোল করেছেন। ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালে হেরে যায় বাদ পড়ে যায় বেলজিয়াম। আর রোনালদোর দল শেষ ষোলো থেকেই বিদায় নেয়।
অবশ্য লুকাকুর সেমিফাইনালে হ্যারি কেনের সঙ্গে দূরত্ব কমানোর সুযোগ ছিল, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।