মারিয়ার ‘ওয়াও বেবি ওয়াও’
২০১৪ সালের মার্চে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ ছবিটি মুক্তি পেয়েছিল। তার পর প্রায় এক বছরের বিরতি দিয়ে গত বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহরতের মাধ্যমে ‘অবলা নারী’ শিরোনামে নতুন একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। এর শুটিং শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে ঢাকায়। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহানের হাত ধরে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে অনেক জনপ্রিয় নায়িকার। এবার সোহানের নতুন ছবির নায়িকা মারিয়া চৌধুরী।
প্রশ্ন : আপনি বড় হয়েছেন কোথায়?
উত্তর : আমার পুরো নাম মারিয়া চৌধুরী। বাবা আর্মিতে চাকরি করেন, বেড়ে উঠেছি ঢাকার ইব্রাহিমপুরে।
প্রশ্ন : লেখাপড়া?
উত্তর : আমি কেজি থেকে শহীদ বীর উত্তম লে. আনোয়ার মহিলা স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, এখন সেখানেই ইন্টারমিডিয়েটে পড়ছি।
প্রশ্ন : ছোটবেলা থেকেই কি অভিনয় করতেন?
উত্তর : ছোটবেলা থেকে নাচ করতে ভালো লাগত। স্কুলের মধ্যে আমি ভালো নাচ করি বলে টিচাররা আমাকে খুব ভালোবাসতেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে নাচের প্রতিযোগিতায় অংশ নেওয়াটা ছিল আমার নেশা।
প্রশ্ন : ‘অবলা নারী’ ছবির সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
উত্তর : সোহান স্যার যখন তাঁর ‘অবলা নারী’ ছবির জন্য যখন নায়িকা খুঁজছিলেন, তখন এটিএনের পক্ষ থেকে আমাকে পছন্দ করা হয়। গল্প শোনার পর মনে হলো, এই গল্পের জন্যই আমি অপেক্ষা করছিলাম।
প্রশ্ন : ‘অবলা নারী’ ছবিতে আপনার ভূমিকা কী?
উত্তর : গ্রামের একটা সাধারণ মেয়ে থেকে শুরু করে শহরের একজন প্রতিবাদী নারী। একই ছবিতে আমি অনেকভাবে নিজেকে উপস্থাপন করতে পারব। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
প্রশ্ন : ‘অবলা নারী’ ছবির ইংরেজি নাম ‘ওয়াও বেবি ওয়াও’ কেন?
উত্তর : এ ছবিতে আমাকে নেওয়ার সিদ্ধান্ত যখন চূড়ান্ত করা হয়, তখন ড. মাহফুজ স্যার বললেন, এত ছোট মিষ্টি একটা মেয়ে সমাজের এত বড় বড় সমস্যার সমাধান করবে, ‘ওয়াও বেবি ওয়াও’। তখন ওই টেবিলেই চূড়ান্ত হয়, ছবিটির ইংরেজি নাম হবে ‘ওয়াও বেবি ওয়াও’। এর মূল কারণ হচ্ছে ছবির নাম ‘অবলা নারী’, কিন্তু গল্পে দেখা যাবে নারীরা আসলে অবলা নয়। একটা ছোট মেয়ে তার ইচ্ছাশক্তি দিয়ে সমাজ বদলে দিতে পারে।
প্রশ্ন : অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছেন কীভাবে?
উত্তর : আমি চার মাস ধরে ফাইট প্র্যাকটিস করছি ফাইট ডিরেক্টর চুন্নু ভাইয়ের কাছে। তিনি আমাকে অনেক যত্ন করে ফাইট শেখাচ্ছেন। কারণ, অবলা নারী ছবিতে আমাকে অনেক ফাইট করতে হবে। আর আমি ছোটবেলা থেকেই নাচ করছি। অভিনয়টাও ভালোই পারি।
প্রশ্ন : আপনার আইডল কে?
উত্তর : আমার প্রিয় নায়িকা শাবনূর। উনার প্রতিটি ছবি আমার খুব প্রিয়। উনার অভিনয় আমার ভালো লাগে। আমি শাবনূরের মতো নায়িকা হতে চাই। শাবনূর আমার আইডল। সবাই দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।