নিশ্চল দশায় শেয়ারবাজার
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের অর্থনীতির বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমদানি-রপ্তানি কমায় উৎপাদন শ্লথ হয়েছে। ধরাশায়ী হয়েছে ব্যাংকিংসহ আর্থিক খাত। আর নিশ্চল দশার সৃষ্টি হয়েছে শেয়ারবাজারে। লেনদেনের গতি কমেছে। ধারাবাহিকতা নেই মূল্যসূচকে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি আর্থিক প্রতিবেদন প্রকাশ ও লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে বিনিয়োগ পুনর্বিন্যাসের প্রবণতাও রয়েছে বিনিয়োগকারীর মধ্যে। যেসব খাতের কোম্পানির আয় কমেছে সেসব কোম্পানি থেকে দূরে থাকছেন তাঁরা। তবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বেশির ভাগ বিনিয়োগকারী। এতে সূচক ও লেনদেনে মন্থর গতি দেখা যাচ্ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) আজ রোববার মোট ৩১০টি সিকিউরিটির পাঁচ কোটি ৪৬ লাখ ৪২ হাজার ২৭৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৪৫ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ৫৯৫ টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৪৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১০টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত ছিল ৫৮টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩.৯৫ পয়েন্ট বেড়ে ৪৮০২.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১০.২৯ পয়েন্ট ১৭৮৮.১৬ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৭.৮৩ পয়েন্ট বেড়ে ১১৩৬.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি ৮৪ লাখ টাকা বেশি। মোট লেনদেন হওয়া ২৩৪টি সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হচ্ছে— শাহজিবাজার পাওয়ার, এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, আইডিএলসি, এসিআই ফর্মুলেশন, গ্রামীণফোন, আমরা টেকনোলজিস ও সিঙ্গার বিডি।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো— শাহজিবাজার পাওয়ার, বঙ্গজ লিমিটেড, রেকিট বেনকিজার, অ্যাম্বি ফার্মা, এসিআই ফর্মুলেশন, এসিআই, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ওয়াটা কেমিক্যালস, অগ্রনী ইনস্যুরেন্স ও ম্যারিকো লিমিটেড।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকেউরিটি হলো- ইমাম বাটন, ইউনাইটেড ইনস্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জনতা ইনস্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, গ্রিন ডেল্টা, মিরাকল ইন্ডাস্ট্রজ, সিএনএ টেক্সটাইল, সায়হাম কটন ও আইসিবি প্রথম এনআরবি।