স্কয়ার ড্রাইভ
সহজে পার পাবে না ইংল্যান্ড
প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় ইংল্যান্ড দলের অবস্থা এখন বেশ নাজুক। খেলোয়াড়দের আত্মবিশ্বাসে চিড় ধরাই স্বাভাবিক। এই অবস্থা থেকে উত্তরণের একটাই উপায়-স্কটল্যান্ডের বিপক্ষে ভালোভাবে জেতা।
তবে আমার মনে হচ্ছে, ইংল্যান্ড সহজে জিততে পারবে না। এবারের বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্যরা যেভাবে টেস্ট দলগুলোকে ভোগাচ্ছে, তাতে ইংল্যান্ডের পক্ষেও সহজে পার পাওয়া সম্ভব নয়।
স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে ভীষণ ভুগিয়েছে। ওই ম্যাচে স্কটিশরা ১৪২ রান করেও কিউইদের সহজে জিততে দেয়নি। তাই সোমবার ক্রাইস্টচার্চে ইংল্যান্ডকে অনেক সতর্ক থাকতে হবে। এই ম্যাচেও হেরে গেলে তাদের কোয়ার্টার ফাইনালের আশা প্রায় শেষই হয়ে যাবে বলা যায়। বিশ্বকাপে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে জিততেই হবে এই ম্যাচে।
ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে ইংল্যান্ডকে অবশ্য অনেক এগিয়ে রাখতে হবে। তবে আত্মবিশ্বাসে চিড় ধরা একটা দলের পক্ষে জয় পাওয়া সব সময়ই কঠিন। আসলে ইংল্যান্ড এখন একটা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে। দুর্দশা থেকে বেরিয়ে আসার একটাই উপায় তাদের সামনে-স্কটিশদের হারানো।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।