স্কয়ার ড্রাইভ
ভারত চ্যাম্পিয়নের মতোই খেলছে
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে যে ভারতকে দেখেছিলাম, বিশ্বকাপে তাদেরকে দেখছি সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের সঙ্গে দারুণ একটি ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ জয় ভারতকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বলা যায়, গতবারের চ্যাম্পিয়নরা ‘চ্যাম্পিয়নের’ মতোই খেলছে।
আমার বিশ্বাস, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ‘বি’ গ্রুপের এক নম্বর দল হিসেবে তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। মনে হচ্ছে সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ধোনির দল।
ভারতীয় দলের জন্য সবচেয়ে আশার কথা, ধীরে ধীরে তাদের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। যার প্রমাণ মেলবোর্নের বাউন্সি উইকেটে ৩০৭ রান। এমন উইকেটে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত পেস আক্রমণ সামলে এই রান করা সহজ নয়।
শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে ব্যাট হাতে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। ধাওয়ান-কোহলির ১২৭ এবং ধাওয়ান-রাহানের ১২৫ রানের দুটি পার্টনারশিপের ওপর ভর করে ভারত প্রতিপক্ষকে বড় টার্গেট ছুড়ে দিতে পেরেছে।
ভারতীয় ব্যাটসম্যানরা চাপমুক্ত হয়ে খেলেছে বলে এত রান করা সম্ভব হয়েছে তাদের পক্ষে। প্রোটিয়া বোলাররা তাদের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি।
বরং চাপে পড়লে যে দক্ষিণ আফ্রিকা ভালো খেলতে পারে না, তা আরেকবার প্রমাণিত হয়েছে। একে তো বড় টার্গেটের চাপ, তার ওপর ভারতীয়দের দারুণ বোলিং। দুয়ে মিলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা দ্রুত ফিরে এসেছে।
তবে এই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট এবি ডি ভিলিয়ার্সের রান আউট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রান আউট না হলে ম্যাচের চিত্র হয়তো পাল্টে যেত। অবশ্য তারা একটু বেশিই তাড়াহুড়া করেছে। তাই লক্ষ্যের অনেক আগেই তাদের ইনিংস শেষ হয়ে গেছে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।