দুই আবাহনীর লড়াই অমীমাংসিত
আগের ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে জিততে খুব একটা ঘাম ঝরাতে হয়নি তাদের। হাঙ্গেরীয় স্ট্রাইকার সাবোলাস চোরবার নৈপুণ্যে সে ম্যাচে অনায়াশেই জিতেছিল তারা। ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনীকে সেই রূপে দেখা যায়নি। দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততে পারেনি তারা।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অবশ্য এই ড্রয়েও ঢাকা আবাহনী ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে গোল ব্যবধানে এগিয়ে থেকে।
এদিন অবশ্য সেই চোরবা জ্বলে ওঠেনি, তাই ঢাকা আবাহনীও জিততে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
এক জয় এবং এক ড্রয়ের ফলে দুই দলেরই সংগ্রহ দাঁড়ায় সমান চার পয়েন্ট করে। তবে আবাহনী গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা গ্রুপ সেরা হয়েছে।
ঢাকা আবাহনী তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে। আর চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে জিতেছে। তাই গোল ব্যবধানে এগিয়ে যায় ঢাকার দলটি।