মইনের নৈপুণ্যে ইংল্যান্ডের প্রথম জয়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ বড় ব্যবধানে হেরে শঙ্কায় পড়ে যাওয়া ইংল্যান্ড অবশেষে জয়ের দেখা পেয়েছে। স্কটল্যান্ডকে ১১৯ রানে উড়িয়ে দেওয়া ইংল্যান্ডের জয়ের নায়ক মইন আলী। ১০৭ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে তিনশর ওপরে নিয়ে যাওয়ার পর অফস্পিনে দুই উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়।
ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে চমৎকার সূচনা এনে দেওয়ার কৃতিত্ব মইন আর ইয়ান বেলের। উদ্বোধনী জুটিতে দলকে ১৭২ রান উপহার দেন দুজনে। বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সেরা উদ্বোধনী জুটি।
ওয়ানডেতে দ্বিতীয় এবং বিশ্বকাপে প্রথম শতককে মইন সাজিয়েছেন ১২টি চার ও পাঁচটি ছক্কায়। বেল অবশ্য তাঁর মতো হাত খুলে খেলতে পারেননি। ৮৫ বল খেলে দুটি চারে ৫৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই ওপেনারের সঙ্গে অধিনায়ক ওয়েন মরগানের ৪২ বলে ৪৬ রানের আক্রমণাত্মক ইনিংসের যোগফলে আট উইকেটে ৩০৩ রান করে ইংল্যান্ড। চার উইকেট নিলেও সেজন্য ডানহাতি পেসার জশ ডেভির খরচ ৬৮ রান।
জবাব দিতে নেমে ৫৪ রানে ক্যালাম ম্যাক্লাউড, ফ্রেডি কোলম্যান ও ম্যাট মাচানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন অধিনায়ক প্রেস্টন মমসেন ও কাইল কোটজার। ২৬তম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙেন জো রুট, ২৬ রান করে ফিরে যান মমসেন। পরের ওভারেই মইন আলীর শিকার ৭১ রানের লড়াকু ইনিংস খেলা কোটজার।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটিশরা। ২৬ রানে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টিভেন ফিন। মইন ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকস।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৫০ ওভারে ৩০৩/৮ (মইন ১২৮, বেল ৫৪, ব্যালান্স ১০, রুট ১, মরগান ৪৬, টেলর ১৭, বাটলার ২৪, ওকস ১, ব্রড ০*, ফিন ১*; ডেভি ৪/৬৮, বেরিংটন ১/৪৩, ইভান্স ১/৪৬, মাজিদ ১/৫১, ওয়ার্ডল ১/৬০)
স্কটল্যান্ড : ৪২.২ ওভারে ১৮৪ (কোটজার ৭১, ম্যাক্লাউড ৪, কোলম্যান ৭, মাচান ৫, মমসেন ২৬, বেরিংটন ৮, ক্রস ২৩, ডেভি ৯, মাজিদ ১৫, ইভান্স ৯, ওয়ার্ডল ০*; ফিন ৩/২৬, ওকস ২/২৫, অ্যান্ডারসন ২/৩০, মইন ২/৪৭)
ফল : ইংল্যান্ড ১১৯ রানে জয়ী
ম্যাচ সেরা : মইন আলী।