মানুষ ভালোবাসার যোগ্য নয় : মৌসুমি হামিদ
মৌসুমি হামিদ এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি মৌসুমি ‘ব্ল্যাক মানি’ ছবির কাজ শেষ করেছেন। অভিনয় করেছেন ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতেও। ছবিতে অভিনয় এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন: ‘ব্ল্যাক মানি’ ও ‘পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির কাজ কেমন হলো?
উত্তর : অনেক ভালো। সাফি উদ্দিন সাফি নিঃসন্দেহে খুব ভালো পরিচালক। শুরুতে তাঁর সঙ্গে কাজ করতে পারা অনেক ভাগ্যের বিষয়। তিনি অনেক ভালো কাজ করেন। কাজগুলো অনেক গোছানো হয়েছে।
প্রশ্ন : সহশিল্পী হিসেবে সায়মন কেমন?
উত্তর : সায়মনের সঙ্গে কাজ করতে অনেক ভালো লেগেছে। সায়মন আমার থেকে অভিজ্ঞ। যখন আমরা একসঙ্গে কাজ করি তখন সায়মন অনেক ভালো ফিডব্যাক দেয়। সায়মনের পরামর্শও আমি গ্রহণ করি।
প্রশ্ন : নাটকে অভিনয় এখন কি করা হচ্ছে?
উত্তর : হ্যাঁ এখনো নাটকে অভিনয় করছি।
প্রশ্ন : নাটক এবং চলচ্চিত্র্রে আপনি কী ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করেন?
উত্তর : আমি মনে করি শিল্পী হিসেবে আমার সব ধরনের চরিত্র করা উচিত। বিষয়টা যাতে এমন না হয় আমি শুধু রোমান্টিক এবং গ্লামার চরিত্র্রে অভিনয় করে যাচ্ছি। আমি সব ধরনের চরিত্রে কাজ করতে চাই। সব ধরনের চরিত্রই আমি পছন্দ করি।
প্রশ্ন : আপনি তো শহরে বড় হয়েছেন। কিন্তু গ্রামের চরিত্র কীভাবে ফুটিয়ে তোলেন?
উত্তর : আমার আব্বু সেনাবাহিনীতে ছিলেন। আমরা অনেক জায়গায় ঘুরেছি। ঈদের ছুটিতে আমরা গ্রামে যেতাম। দাদির সঙ্গে ঘুরতাম। মাঠে যেতাম, বিলে গিয়ে ফড়িং ধরতাম। দাদি পান খেলে আমিও খেতাম। গ্রামে কাটানো দিনগুলোর জন্যই হয়তো গ্রামের চরিত্রগুলো বুঝতে আমার সুবিধা হয়।
প্রশ্ন : মৌসুমি নামে বাংলাদেশে একজন সফল নায়িকা রয়েছেন। আপনিও চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। কেমন লাগছে?
উত্তর : চলচ্চিত্রে আমার খুব পছন্দের নায়িকা মৌসুমি ও শাবনূর। তাঁদের কাজ দেখলে আমি অনেক উৎসাহ পাই। আমার অনেক ভালো লাগে।
প্রশ্ন : মৌসুমি অভিনীত কোন ছবিতে আপনি অভিনয় করতে চান?
উত্তর : মৌসুমি-সালমান শাহ অভিনীত ‘অন্তরে অন্তরে’ ছবিটি করতে চাই যদি কেউ সেটা রিম্যাক করেন।
প্রশ্ন : আপনার অভিনীত জনপ্রিয় একটি টেলিফিল্ম ‘মনসুবা জংসন’-এর একটি সংলাপ ‘মানুষ ভালোবাসা ডিজার্ভ করে না’ এই সংলাপটা কি চিত্রনাট্যে ছিল না কি আপনি নিজেই বলেছেন?
উত্তর : সত্যি বলতে কি এই সংলাপ চিত্রনাট্যে ছিল না। আমি চিত্রনাট্যের সংলাপের মিল রেখেই এটা নিজেই বলেছি। আর আমি নিজেও এই সংলাপ বিশ্বাস করি যে মানুষ ভালোবাসার যোগ্য নয় আসলে।
প্রশ্ন : নিজে যেহেতু সংলাপ তৈরি করেন। তাহলে আপনি কি লেখালেখিও করেন?
উত্তর : না, আমি একদমই গল্প, কবিতা লিখি না। তবে আমি মানুষের জীবনবোধ নিয়ে অনেক ভাবি।