নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন শাবনূর
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন রুপালি জগতের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এই চুক্তির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। আর এই নতুন ছবির পরিচালক হিসেবে রয়েছেন বদিউল আলম খোকন।
সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের প্রধম সপ্তাহেই শাবনূর অংশ নেবেন তাঁর অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে।
২০১২ সালের ২৯ ডিসেম্বর 'পাগল মানুষ' ছবির শুটিংস্পটে হার্ট অ্যাটাকে মারা যান এর পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সেই দুর্ঘটনার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এম এম সরকারের বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শুটিংয়ে দেখা যাবে শাবনূরকে।'পাগল মানুষ' ছবিতে শাবনুরের সাথে অভিনয় করছেন নায়ক শাহেন খান।
চিত্র নায়ক শাহেন খান বলেন, ‘এম এম সরকার অনেক গুণী পরিচালক ছিলেন। তিনি অনেক গুরুত্ব দিয়ে ছবিটি নির্মাণ করছিলেন। আমাদের ছবির সেটেই উনি মারা যান । 'পাগল মানুষ' ছবিটি শেষ করা এখন আমাদের দায়িত্ব। শাবনুর ম্যাডাম এখন দেশেই অবস্থান করছেন এবং তিনিও এই ছবি শেষ করার পক্ষে।’
প্রয়াত পরিচালক প্রসঙ্গে শাবনূর বলেন, ‘এম এম সরকার আমার পছন্দের পরিচালক। তাঁর সঙ্গে অনেক ছবি করেছি । এই ছবি শেষ করা আমাদের দায়িত্ব। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ছবির বাকি কাজ শুরু করে সমাপ্ত করতে পারব।’