স্কয়ার ড্রাইভ
আসল চেহারায় ইংল্যান্ড
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তাদের চাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এই ম্যাচে ইংল্যান্ড খুব ভালো খেলেছে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স তাদের সহজ জয় এনে দিয়েছে।
ইংল্যান্ড সাধারণত যেভাবে খেলে, আগের দুই ম্যাচে তাদের সেই চেহারায় পাওয়া যায়নি। একটু দেরিতে হলেও স্কটল্যান্ডের বিপক্ষে আসল ইংল্যান্ডের দেখা পেলাম আমরা। এই ম্যাচে খুব ‘ম্যাচিওরড’ ব্যাটিং করেছে তারা।
বিশেষ করে মইন আলী অসাধারণ খেলেছেন। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ব্যাটিং করেছেন তিনি। ইয়ান বেল ও ওয়েন মরগানও ভালো খেলেছেন। স্কটিশ বোলাররা শেষ দিকে ঘুরে না দাঁড়ালে ইংল্যান্ডের ইনিংস আরও বড় হতে পারত।
ব্যাটসম্যানদের মতো ইংল্যান্ডের বোলাররাও ছিলেন উজ্জ্বল। জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, স্টিভেন ফিন, মইন আলীরা দারুণ বল করেছেন। স্টুয়ার্ট ব্রড কোনো উইকেট না পেলেও তাঁর নিয়ন্ত্রিত বোলিং অন্যদের উইকেট পেতে দারুণ সাহায্য করেছে।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে বিশাল ব্যবধানে পাওয়া জয় ইংল্যান্ড দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেই। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে পরের ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স প্রয়োজন তাদের।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।