পতনের গল্প বার্ডম্যান
বার্ডম্যান। আলোচনায় ছিল আগে থেকেই। এবার ইতিহাসের অংশ হয়ে গেল। ৮৭তম অস্কারে সর্বোচ্চ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বার্ডম্যান। চারটি পুরস্কারই গুরুত্বপূর্ণ। সেরা চিত্রগ্রহণ, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পরিচালক এবং সেরা ছবি। তাই বার্ডম্যানকে যদি এবারের অস্কারের গুরুত্বপূর্ণ ছবি বলা হয় তাহলে সেটা ভুল বলা হবে না।
ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘বার্ডম্যান’। একজন পতিত অভিনেতার জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে এই ছবিতে। রিগ্যান থমসন হলিউডে সুপারহিরো বার্ডম্যানের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু দুই দশক পর সময়ের আবর্তে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি তিনি।
নিজের সেই হারানো সময়, জনপ্রিয়তাকে ফিরে পেতে চান রিগ্যান। নিজের সেই হারানো সময়, জনপ্রিয়তাকে ফিরে পেতে চান রিগ্যান। জনপ্রিয়তার পাশাপাশি অভিনেতা হিসেবেও স্বীকৃতি চান তিনি। আর তাই মঞ্চে অভিনয় করে দেখিয়ে দিতে চান তিনিও জাত অভিনেতা। নিজেই মঞ্চ নাটকটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। নিজের পছন্দের লেখক রেমন্ড কারভারের একটি গল্প নিয়ে কাজ শুরু করেন।
দর্শকদের মতো পরিবারের কাছেও আর সেই সুপারহিরো ইমেজটি নেই রিগ্যানের। নিজের মাদকাসক্ত মেয়েকে কিছুতেই কথা শোনা পারছেন না তিনি। সেই হতাশা তাকে পোড়ায়।
খ্যাতি এবং স্বীকৃতির প্রতি মোহময়তার এক দূর্দান্ত চিত্রায়ন বার্ডম্যান। সুপারহিরো বার্ডম্যানের চরিত্রটিকে জনপ্রিয় করে তুললেও এর শেষ দুই পর্ব থেকে বাদ পড়েছিলেন অভিনেতা রিগ্যান। অথচ তার নামেই বার্ডম্যানকে চেনে সবাই। তার গলার স্বরকেই সবাই বার্ডম্যানের গলার স্বর ভাবে। এ নিয়ে রিগ্যানের উত্তেজনা এবং অহংকার ছিলো আকাশচুম্বী।
বার্ডম্যান ছবি থেকে রিগ্যানের ছিটকে পড়া যেন জীবন থেকেই ছিটকে পড়ার মত। তিনি জনপ্রিয় ছিলেন কিন্তু অভিনেতার সম্মান তিনি পাননি। সেই স্বাদ তিনি চেখে দেখতে চান। পুরো সিনেমাতেই একটা মঞ্চ নাটকের আবহ বজায় রেখেছেন পরিচালক ইনারিতু। ছবি দেখে মনে হবে, কোথাও জোড়াতালি দেয়া হয়নি ছবিটির। যেন এক টেকে তোলা পুরো ছবিটা!
ব্রডওয়ের এক দর্শক বলে ওঠেন, ‘আপনি তো অভিনেতা নন, আপনি সেলিব্রেটি’! এই সংলাপে রিগ্যানের অসহায়ত্বকে ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিতে রিগ্যানের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল কিটন। তাঁর মাদকাসক্ত মেয়ের ভূমিকায় আছেন এমা স্টোন। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাক গালিফি আনকিস, এডওয়ার্ড নরটন, আন্দ্রে রাইবর্গ, অ্যামি রায়ান ও নাওমি ওয়াটস।