অস্কারে হ্যারিস কেন অন্তর্বাসে
সঞ্চালনায় একটু মজা না করলে জমে কি? তাই বলে প্রায় দিগম্বর হয়ে মঞ্চে ওঠা, তাও অস্কারের মঞ্চে! ভাবাই যায় না! তবে ৮৭তম অস্কার অনুষ্ঠানে সঞ্চালক নেইল প্যাট্রিক হ্যারিস এমনই ‘চরম’ মশকরা করেছেন পৃথিবীজোড়া দর্শকের সামনে। কেবল অন্তর্বাস পরে মঞ্চে উঠে আসাই নয়, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উদ্ভট সব কাজকর্ম করে তিনি তাজ্জব করে দিয়েছেন সবাইকে।
তবে সব উদ্ভট কাণ্ডকে ছাপিয়ে উঠেছে অন্তর্বাস-কাণ্ড। এত পোশাক থাকতে মঞ্চে উঠবার জন্য কেবল অন্তর্বাসকেই বেছে নেওয়া কেন? ভাগ্যিস এমন পোশাকে বেশিক্ষণ থাকেননি তিনি মঞ্চে। এর নেপথ্যে ঘটনা একটি নয়, দুটি। প্রকৃতপক্ষে হ্যারিসের এই স্বল্পবসনে মঞ্চে ওঠা এবারের শ্রেষ্ঠ ছবি বার্ডম্যানের একটি বিশেষ দৃশ্যকে স্মরণের জন্য। ‘বার্ডম্যান’ ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে মাইকেল কিটন থিয়েটারের দরজা ঠেলে বেরোবার সময় ঝামেলায় পড়েন। ধূমপানের জন্য তার বাইরে যাওয়া দরকার, ওদিকে থিয়েটার থেকে বেরোবার দরজায় আটকে গেছে তার পোশাক। সুতরাং, গায়ের জামা খুলে দিব্যি সাদা রংয়ের অন্তর্বাস আর কালো মোজা পরেই পান করেছেন ধোঁয়া।
একইসাথে আরেকটি ব্যাপার, ছটফটে হ্যারিস কথা দিয়েছিলেন তিনি যেকোনো অবস্থায় অস্কার অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করবেনই। তার ক্ষেত্রে ঘটনা হলো, ড্রেসিং রুমে গিয়ে তারও পরনের কাপড়টি আটকে গিয়েছিল কী না! ওদিকে কথাও দিয়েছিলেন, যাই ঘটুক না কেন- সঞ্চালনা থেকে পিছ পা হবেন না। সুতরাং, পরবর্তী পুরস্কারের ঘোষণা দিতে দিব্যি অন্তর্বাস পরেই মঞ্চে উঠে আসেন খ্যাপাটে প্যাট্রিক। অবশ্য এমন পোশাকে কিন্তু দর্শকের তুমুল হাততালি আর বাহবাই পেয়েছেন।