নামের বানান নিয়ে বিপদে তারকারা
এ প্রজন্মের চার তারকা কনা, মিম, নাঈম ও স্পর্শীয়া। তাঁরা যে বানানে নিজেদের নাম লেখেন, সেই বানান প্রায়ই ভুল ছাপা হয় বিভিন্ন জায়গায়।
বানান নিয়ে এমন বিভ্রাট অবশ্য এ দেশে শুধু নামের ক্ষেত্রে নয়, আরো অনেক কিছুতেই হয়। কিন্তু তারকা বলে কথা! তাঁদের নামের বানান ভুল হলে ভুল বানানটাই টিকে যাবে, মানুষ ভুলে যাবে আসল বানান। টেলিভিশন ও রুপালি পর্দায়, পত্রিকার পাতায় প্রায়ই অনিচ্ছাকৃতভাবে তাঁদের নামের বানান ভুল হয়। অবশ্য বিষয়টি নিয়ে কোনো তারকারই তেমন কোনো অভিযোগ নেই। তবে তাঁরা প্রত্যেকেই প্রত্যাশা করেন, নামের বানান তাঁরা যা লিখে থাকেন, সেটা লিখলেই ভালো হয়। এ প্রসঙ্গে তাঁরা কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
দন্ত ‘ন’
সংগীতশিল্পী কনা বলেন, “আমার নামের বানান দিলসাদ নাহার কনা। কিন্তু প্রায়ই আমার নামের ভুল বানান দেখি, মূর্ধণ্য ‘ন’ দিয়ে ‘কণা’। নামের বানান নিয়ে আমার খুব একটা অভিযোগ নেই। কিন্তু আমার বাবা প্রায়ই আমাকে বলেন, নামের বানান নিয়ে তোমার একটু সতর্ক হওয়া প্রয়োজন।”
হ্রস্ব ‘ই’ কার
অভিনেত্রী মিম বলেন, “আমার নামের বানান ভুল করে প্রায় জায়গাতেই লেখা হয় ‘মীম’। কিন্তু আমি আমার নামের বানান হ্রস্ব ‘ই’ কার দিয়ে লিখি, মিম। আমি ইংরেজিতে মিম লিখতে ‘আই’ ব্যবহার করি। আগে আমার নামের বানানের ভুল অনেক চোখে পড়ত; কিন্তু এখন কিছুটা কমেছে। আমি আসলে নামের বানানের ভুলটা আগে সেভাবে বুঝতেই পারিনি।”
দীর্ঘ ‘ই’
অভিনেতা নাঈম বলেন, “আমি ইংরেজিতে আমার নাম লিখতে ডাবল ‘ই’ ব্যবহার করি। হয়তো বা অনেকেই এই বিষয় জানেন না, তাই অনাকাঙ্ক্ষিতভাবে আমার নামের বানানে ‘নাইম’ লিখে ফেলেন। তবে এটা যদি সংশোধন হয়, তাহলে অনেক ভালো লাগবে।”
দীর্ঘ ‘ই’ কার
অভিনেত্রী স্পর্শীয়া বলেন, “আমার নামের বানান কোথাও কোথাও ‘স্পর্শিয়া’ দেখতে পাই। আমি কিন্তু লিখি ‘স্পর্শীয়া’। নামের বানান নিয়ে আমি খুব চিন্তিত নই। তবে আমি যেটা লিখি, সেটা হলেই অনেক ভালো লাগবে।