বড় মূলধনি কোম্পানি ঘিরে লেনদেন
বড় মূলধনি কোম্পানি ঘিরেই শেয়ারবাজারে লেনেদন অব্যাহত রয়েছে। গত কয়েক কার্যদিবসের মতো আজ মঙ্গলবারও শেয়ারবাজারের তেমন কোনো উন্নতি দেখা যায়নি। আর রাজনৈতিক অস্থিরতার কারণে গতানুগতিক নিশ্চল বাজারে সিদ্ধান্তহীনতায় রয়েছেন বিনিয়োগকারীরা।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে এগিয়ে থাকা বেশির ভাগ কোম্পানিই ছিল বড় মূলধনি। তবে দাম বাড়ায় এগিয়ে ছিল লোকসানি ও ছোট মূলধনি কোম্পানি।
ডিএসইতে মোট ৩১০টি সিকিউরিটির ছয় কোটি ৫৩ লাখ ৩৮ হাজার ২৭৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩০৯ কোটি ১১ লাখ ১৮ হাজার ৫৩৩ টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি সাত লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮০১.১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৪.৫৯ পয়েন্ট কমে ১৭৯৩.০৭ ও ডিএসইএস শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট কমে ১১৪০.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৬২টির দাম।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২৩ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা। আজ মোট লেনদেন হওয়া ২৪৩টির সিকিউরিটির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির। সিএসইর সার্বিক সূচক কমেছে ৩৩ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, এসিআই লিমিটেড, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স, গ্রামীণফোন ও এসিআই ফর্মুলেশন।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি সিকিউরিটি হলো- সামিট অ্যালায়েন্স, কাশেম ড্রাইসেল, প্রথম আইসিবি, তুং হাই টেক্সটাইল, দ্বিতীয় আইসিবি, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ার, ইন্টারন্যাশনাল লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর ও ন্যাশনাল পলিমার।
অন্যদিকে বেশি দাম হারানো ১০টি সিকিউরিটি হলো- মেঘনা টেড, নিটল ইনস্যুরেন্স, সেন্ট্রাল ইনস্যুরেন্স, এস আলম কোল্ড, সায়হাম কটন, বাটা সু, সাফকো স্পিনিংস, রেকিট বেনকিজার, সমতা লেদার ও ইনটেক অনলাইন।