কঙ্গনা এখন আর্ট কলেজের ছাত্রী
গত বছরে ‘কুইন’ দিয়ে পুরো বলিউড বাজিমাত করে দিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেই ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে দুর্দান্ত অভিষেকের পর সম্ভবত গত বছরটিই সবচেয়ে সেরা কাটিয়েছেন এই সুঅভিনেত্রী। একেক ছবিতে একেক চরিত্রে অভিনয় করে কেবল চমকেই দেননি, সাথে মুগ্ধও করেছেন দর্শক-সমালোচকদের। পরবর্তী ছবি ‘কাট্টি বাট্টি’তে কঙ্গনার প্রথম ঝলক এরই মধ্যে মিলেছে টুইটারে। এনডিটিভির আর ফিল্মফেয়ারের খবর বলছে, কঙ্গনাকে এ ছবিতে দেখা যাবে একজন চিত্রকলার শিক্ষার্থীর রূপে।
টুইটারের ছবিটিতে কঙ্গনাকে দারুণ উচ্ছল আর স্বাধীনচেতা এক তরুণী শিক্ষার্থীর মতো দেখা গেছে। হাবিজাবি গহনা, ঘড়ি, হাতের বালা-চুড়ি আর আর্মব্যান্ডে দারুণ মানিয়েছে তাঁকে- এ কথা বলতেই হবে! ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ‘পায়েল’-এর ভূমিকায়- যে কি না দিল্লির একটি আর্ট কলেজের সদা উৎফুল্ল এক শিক্ষার্থী। কঙ্গনার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান। এ প্রজন্মের প্রেমের নতুন আর বৈচিত্র্যময় রূপ ফুটে উঠবে কাট্টি বাট্টিতে; রূপায়ণে কঙ্গনা-ইমরান।
ইউটিভি মোশন পিকচার্সের এই ছবি পরিচালনা করেছেন নিখিল আদভানি। পরিচালকের আশাবাদ, এ ছবিটি দর্শককে এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প শোনাবে। কঙ্গনা-ইমরানের এই আসন্ন প্রেমকাহিনী ‘কাট্টি বাট্টি’র জন্য অবশ্য এখনো খানিকটা অপেক্ষা করতে হবে দর্শকদের। এ বছরের ১৮ সেপ্টেম্বর ছবিটির বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ ঘটে কঙ্গনার। ‘ফ্যাশন’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ ক্যাটাগরিতে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৪ সালে ‘কুইন’ ছবির বদৌলতে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ হিসেবে জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘রাজ ২’, ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’, ‘তানু ওয়েডস মানু’, ‘ফ্যাশন’, ‘ক্রিশ ৩’, ‘কুইন’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্র।