এয়ারলিফটে অক্ষয়-নিম্রত
রাজা মেননের পরিচালনায় শুরু হয়েছে থ্রিলার ছবি ‘এয়ারলিফট’-এর কাজ। টুইটারের এক পোস্টের মাধ্যমে এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে ছবির ফার্স্ট লুক। অক্ষয় কুমার এবং নিম্রত কাউরকে দেখা গেছে এই ছবিতে অভিজাত বেশে। ‘এয়ারলিফট’ ছবির মধ্যকার বিভিন্ন অংশ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে ফিল্মফেয়ার এবং এনডিটিভি থেকে।
ছবিটির কাহিনী গড়ে উঠেছে ১৯৯০ সালের গালফ যুদ্ধপূর্ব এবং পরবর্তী সময়ের কুয়েতের প্রেক্ষাপটে। ছবির শুটিং করা হবে মুম্বাই, রাস আল খাইমা এবং ভুজের বিভিন্ন স্থানে। মূল ঘটনাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্যই এ স্থানগুলোকে বেছে নেওয়া হয়েছে।
‘এয়ারলিফট’ ছবির মাধ্যমে চিত্রায়িত হতে যাচ্ছে কখনো না বলা এক সত্য ঘটনা। যুদ্ধবিধ্বস্ত কুয়েত থেকে প্রায় পৌনে দুই লাখ ভারতীয় নাগরিককে সরিয়ে আনার রুদ্ধশ্বাস কাহিনী দেখাবে ‘এয়ারলিফট’। এই সামগ্রিক কার্যক্রমের পেছনে প্রধান পরিকল্পনাকারী এবং সমন্বয়ক রঞ্জিত কাটিয়ালের ভূমিকাতে অভিনয় করবেন অক্ষয় কুমার। অন্যদিকে এক প্রাসাদোপম ভবনে নিশ্চিন্তে জীবন কাটানো এক নারীর ভূমিকায় দেখা যাবে নিম্রত কাউরকে।
ভূষণ কুমারের টি-সিরিজের নিবেদনে এই ছবি প্রযোজনা করছেন নিখিল আদভানি এবং তাঁর প্রযোজনা সংস্থা ইমে এন্টারটেইনমেন্ট। সহায়তায় রয়েছে বিক্রম মালহোত্রার সংস্থা আবুনদান্তিয়া।
প্রধান ভূমিকায় অভিনয়কারী অক্ষয় কুমার বলেছেন, ‘এয়ারলিফটের কাহিনী দুর্দান্ত। আমি একদম এর প্রেমে পড়ে গেছি। এ ভেবে আমার দারুণ লাগছে যে এমন অসাধারণ একটি ছবির কাজ শুরু হয়েছে মুম্বাইয়ে।’
ভূষণ কুমারও ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। ‘দারুণ লাগছে এই দলটির সাথে আবারও কাজ করতে পেরে। চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছে। অক্ষয় কুমার আর নিম্রত কাউরও তাঁদের চরিত্রের সাথে বেশ মানানসই।’
২০১৬ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।