সবার আগে সেমিফাইনালে শেখ জামাল
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল বললে ভুল বলা হবে না। দেশি ও বিদেশি খেলোয়াড় সংগ্রহে এই তকমা লেগেছে তাদের গায়ে। অথচ তূলনামূলক দুর্বল প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিততেই ঘাম ছুটে গেছে তাদের। মঙ্গলবার ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালের নির্ধারিত এবং অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারের সাডেন ডেথে ৫-৪ গোলে জিতেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে নির্ধারিত সময় ২-২ গোলে সমতা ছিল। বিরতির আগ মুহূর্তে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেলে পুরেক্সের গোলে এগিয়ে যায় তারা।
অল্প কিছুক্ষণের মধ্যে গোলটি শোধও করে ফেলে ব্রাদার্স। ৫১ মিনিটে মিডফিল্ডার কাউসার আলী রাব্বির করা গোলে ১-১ গোলে ম্যাচের সমতা নিয়ে আসে গোপীবাগের দলটি।
ঠিক চার মিনিট পর ব্রাদার্স গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলে। ৫৬ মিনিটে নাইজেরীয় ডিফেন্ডার অ্যাডমস জানকাসার চমৎকার এক গোল ব্যবধান ২-১-এ নিয়ে যায় তারা।
এই ব্যবধান বেশ কিছুক্ষন ধরেও রেখেছিল ব্রাদার্স। ৮৩ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর করা গোলে ম্যাচে সমতায় ফিরে হাফ ছেড়ে বাঁচে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল।
পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল জয় তুলে নিতে না পারায় নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও নিষ্পত্তি না হওয়ায় পরে সাডেন ডেথে জিতে মাঠ ছাড়ে শেখ জামাল।