‘ক্রিসক্রস’ কি নারীবাদী সিনেমা? জয়ার মুখেই শুনুন
আগামী শুক্রবার কলকাতায় মুক্তি পাচ্ছে ঢালিউড তারকা জয়া আহসানের নতুন ছবি ‘ক্রিসক্রস’। গত মাসের শুরুর দিকে এ ছবির টিজার প্রকাশিত হয়। জয়া আহসানের ছবি মানেই নতুন কিছু। তাই এ ছবি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই। পাঁচ নারীর গল্প নিয়ে এ সিনেমা। এ পর্যন্ত ক্রিসক্রস নিয়ে যা গল্প ছড়িয়েছে, তাতে অনেকেই এটিকে ‘নারীবাদী সিনেমা’ আখ্যা দিচ্ছেন। অভিনেত্রী জয়ার কী মত?
নারী-পুরুষ বিভক্তিকরণ একদমই অপছন্দ দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। ক্রিসক্রস কি ফিমেল-ওরিয়েন্টেড? জয়ার সাফ জবাব, ‘আমরা কি মেল-ওরিয়েন্টেড শব্দটি ব্যবহার করি?’
‘ক্রিসক্রস’ পাঁচ লড়াকু মেয়ের গল্প। এতে জয়া আহসান মিস সেনের চরিত্রে অভিনয় করছেন। সিভিএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটি আগামী শুক্রবার কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
‘দেখুন, আমি নারী-পুরুষ পৃথকীকরণে বিশ্বাস করি না, ক্রিসক্রসে আমার চরিত্রটির মতোই। আপনি নারী বা পুরুষ বলে মিস সেনের ব্যক্তিত্বকে সীমাবদ্ধ করতে পারেন না। সে জন্য আমি চরিত্রটিকে ভালোবাসি। আমি আত্মনির্ভরশীল আর এটা প্রমাণ করতে আমার ওপরও নিঃসঙ্গতা ভর করেছিল।’
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জয়া জানিয়েছিলেন, ছবির চরিত্র মিস সেনের জীবনে রয়েছে অনেক জটিলতা। সে কিছুটা জেদ করে একাকিত্ব বেছে নেয়।
কয়েকদিন আগে ক্রিসক্রস সিনেমার তৃতীয় গান আলো-ছায়া মুক্তি পায়। এরপর ছবির আরেক অভিনেতা নুসরাত জাহান জানান, আলো-ছায়া গানটিতে ছবির পাঁচ নারীর সংকট আলোতে এনেছে। বলেন, বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ আর আগামীকাল নিয়ে স্বপ্ন দেখাটাও, কিন্তু কীভাবে?
সমাজে উচ্চবিত্তের প্রতিনিধি মিস সেন। এ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। মিস সেন জীবনের সব ক্ষেত্রেই সফল। যা করতে চেয়েছেন, করেছেন। বিলাসবহুল জীবন। গাড়ি-বাড়ি, কিছুরই অভাব নেই। তবু এতকিছুর মধ্যেও কোথাও যেন শূন্যতা, চোখের কোণে ক্লান্তি। তবে কি নিঃসঙ্গতার অনুভবই জীবনের পরম সত্য?
বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ।
এই পাঁচটি চরিত্রের নাম মিস সেন, মেহের, রূপা, ইরা ও সুজি। মেহের চরিত্রে অভিনয় করছেন নুসরাত জাহান। ছবিতে পাঁচ নারীর জীবন পাঁচ রকম। তবে প্রত্যেকের মধ্যে দারুণ মিল আছে। তারা সবাই লড়াই করছে সমাজে টিকে থাকতে, নিজের অবস্থান তৈরির জন্য। সবাই জেদী। সবার মনেই মুক্তির আকাঙ্ক্ষা।
ছবির মেহের অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। এই চরিত্রে আছেন নুসরাত জাহান। ইরা আলোকচিত্রশিল্পী, এ চরিত্রে আছেন মিমি চক্রবর্তী। সিঙ্গেল মা সুজি, এ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। আর গৃহী নারী রূপা, এ চরিত্রে অভিনয় করছে সোহিনী সরকার।
নারী জাগরণের এ সময়ে ক্রিসক্রস দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের সিনেভক্তরাও। আর ছবিটিতে যেহেতু জয়া আহসান আছেন, তাই আরো আগ্রহ সবার।
নিয়মিত ঢালিউড ও টলিউডের ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত জয়া আহসান। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অর্ণব পাল পরিচালিত ‘বৃষ্টি তোমাকে দিলাম’, মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’, অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছাড়া আরো বেশ কিছু ছবি। ‘দেবী’ ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন জয়া নিজেই।