শাকিব ও পরীমনির ‘আরো ভালোবাসবো তোমায়’
শুটিংয়ের জন্য সবসময়ই ব্যস্ত শাকিব খান। নিজের সময় বলতে কিছুই যেন নেই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। বিষয়টি নজরে এলো পরীর। একদিন ফোন করলেন শাকিবকে। সেই কথা বলা থেকেই ভালো লাগা, তার থেকেই দুজন দুজনকে ভালোবেসে ফেললেন। কিন্তু শাকিব তো চেনেন না পরীকে। পরীর সাথে দেখা করতে চান শাকিব। পরী রাজি হয়, জানায় সে সিলেটে আছে। কিন্তু সাথে এও জানিয়ে দেয়, তার সাথে দেখা করতে হলে শাকিবের আসতে হবে সাধারণ মানুষের মতো হয়ে। এতে রাজি হয় শাকিব, ফোনে কথা শেষ করেই রওনা দিয়ে দেয় সিলেটের পথে।
এমনই এক দৃশ্য ধারণ করা হচ্ছিল এস এ হক অলিক পরিচালিত “আরো ভালোবাসবো তোমায়” ছবির শুটিং লোকেশন এফডিসির তিন নম্বর শুটিং ফ্লোরে। এই ছবিতে শাকিব খান অভিনয় করেছেন নিজের চরিত্রেই। আর পরীমনি অভিনয় করেছেন সাধারণ এক মেয়ের চরিত্রে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গত রোববার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করা হয় শাকিব খানের বাড়ির অংশের গল্পটুকু। আজ ২৫ জানুয়ারি বুধবার একটি গানের শুটিং করতে রাঙামাটিতে আছেন শাকিব খান। এই তথ্য জানা গেল খোদ পরিচালক এস এ হক অলিকের কাছ থেকে।
এনটিভি অনলাইনকে পরিচালক বলেন, ‘গতকাল (মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি) আমরা রাঙামাটিতে এসেছি। এখানে আমরা একটি গানের অংশ এবং একটি পুরো গান শেষ করব। এ ছাড়া পরীমনি ও শাকিব খানের তিনটি দৃশ্য ধারণের কাজ শেষ করে মার্চের ৩ তারিখ ঢাকায় ফিরব।’ তিনি আরো বলেন “আমি কখনই প্রেম করিনি। এ জন্যই মনে হয় ভালোবাসার অনুভূতিগুলো চলচ্চিত্রের মধ্য দিয়ে বলার চেষ্টা করি। ‘আরো ভালোবাসবো তোমায়’ এটি একটি নিটোল ভালবাসার চলচ্চিত্র। আশা করি আমার আগের চলচ্চিত্রগুলোর মতোই ভালো আরেকটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারব।”
এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলীক। পরীমনির সঙ্গে শাকিব এর আগে ‘ধূমকেতু’ ছবিতে অভিনয় করেছেন। এটি পরীমনির সঙ্গে শাকিবের দ্বিতীয় সিনেমা। ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও চম্পা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু।