লাফার্জ সুরমা সিমেন্টের পর্ষদ সভা ৫ মার্চ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ মার্চ দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পর্ষদ সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এরই মধ্যে এ হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। এ লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে তালিকাভুক্তির পর প্রথমবার কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ আসে। তবে সেটেলমেন্ট রেজুলেশনে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণায় স্পষ্ট করে কিছু উল্লেখ না থাকায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে এটি ‘জেড’ ক্যাটাগরিতেই রয়েছে।
ডিএসইর (সেটেলমেন্ট অব ট্রানজেকশন) রেজুলেশন, ২০১৩-এর ২-এর বি ধারায় বলা হয়েছে, ‘বি’ ক্যাটাগরির কোম্পানি অর্থ যে কোনো কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করে কিন্তু ইংরেজি পঞ্জিকা বছর শেষে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ। আবার একই রেজুলেশনের ৭ ধারায় বলা হয়েছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীর বিও হিসাবে জমা হওয়ার প্রতিবেদন পাওয়ার পর ক্যাটাগরি পরিবর্তন হবে। এ দুটি ধারার কোথাও অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিষয়ে করণীয় কিছু উল্লেখ নেই।
২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে বেশির ভাগ হিসাব বছরে এ কোম্পানির লোকসান হয়েছে। তবে ২০১২ ও ২০১৩ সালের সমাপ্ত হিসাব বছর শেষে মুনাফা হয়েছে। বর্তমানে এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। এ পর্যন্ত কোনো বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ১১৫ টাকা ৮০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১১৬ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪৭ দশমিক ৮।