সালমানের অজানা পাঁচ
সালমান খানের ভক্তরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন ঘটনা! এখনো নজরে না এসে থাকলে জেনে নিন, সালমানের একটি অস্ত্র মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে দিয়েছেন যোধপুর আদালত। এনডিটিভির খবর থেকে জানা যায় এই তথ্য। অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। ১৯৯৮ সালে দায়ের করা ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মার্চ মাসের ৩ তারিখ। সালমান খান সংক্রান্ত এই সবশেষ তথ্যের পাশাপাশি জেনে নিতে পারেন তাঁর সম্বন্ধে পাঁচটি তথ্য, যা হয়তো আপনার জানা নেই !
১. ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না সালমান খান- এমন কি দ্বিতীয় বা তৃতীয়ও নয়! পরিচালকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিলেন যথাক্রমে বিন্দু দারা সিং, দীপক তিজোরি ও ফারাজ খান।
২. ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য একই সঙ্গে অডিশন দিয়েছিলেন সালমান খান ও মনিশ বেহেল। শেষমেশ ছবিতে নায়ক এবং খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরাই। পরবর্তীকালে আরো দুটি সুপারহিট ছবিতে একসাথে অভিনয় করেছেন তারা- ‘হাম আপকে হ্যায় কৌন’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’। দুটো ছবিতেই তাঁরা ছিলেন একে অন্যের ভাই!
৩. সাঁতারে দুর্দান্ত ক্যারিয়ার গড়ার সুযোগ ছিল সালমানের, চাইলেই পারতেন তিনি। স্কুলে তিনি ছিলেন সাঁতারে চ্যাম্পিয়ন, এমনকি ভারতের প্রতিনিধিত্বকারী সাঁতারু হিসেবে গিয়েছেন বিদেশেও!
৪. সালমানের প্রিয় অভিনেতা ‘র্যাম্বো’খ্যাত সিলভেস্টার স্ট্যালোন, প্রিয় অভিনেত্রী হেমা মালিনী।
৫. আব্বাস-মাস্তানের কালজয়ী বলিউড থ্রিলার ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সালমান, কিন্তু খলনায়কের চরিত্রে অভিনয়ে অস্বীকৃতি জানান তিনি। এই রোল পরে পান শাহরুখ খান, যা শাহরুখের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়!