অলিম্পিক অ্যাকসেসরিজের আইপিও অনুমোদন
শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০ কোটি টাকা পুঁজি সংগ্রহের অনুমতি পেয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। আজ বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দামের দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তলন করবে। সংগৃহীত অর্থ দিয়ে নতুন কারখানা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড হ্যাঙ্গার, কার্টন, ইলাস্টিক, টুইল টেপ, ব্যাক বোর্ড, টিস্যু পেপার, পলি ব্যাগ প্রভৃতি প্রক্রিয়াকরণ, উৎপাদনের কাজ করে থাকে। ২০০৩ সালে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফামর্সে নিবন্ধিত হয়। এটি ২০১৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।