ফেনী সকারকে হারিয়ে সেমিফাইনালে মোহামেডান
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে ঐতিহ্যবাহী দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহামেডানকে গোলের সূচনা এনে দেন ডিফেন্ডার বিপুল আহমেদ। ম্যাচের ২১ মিনিটে মিডফিল্ডার আবু সাঈদ জুয়েলের বাড়ানো বল ধরে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতির আগে মোহামেডান ব্যবধান দ্বিগুণও করে ফেলে। ৩৯ মিনিটে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা সাদা-কালোর শিবিরের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। মিডফিল্ডার হাবিবুর সোহাগের ফ্রি কিকে ফেনীর গোল রক্ষকের ফিষ্ট, ফিরতি বলে বাঙ্গুরা হেডে জালে জড়ান বল।
এই ব্যবধান ম্যাচের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রেখেছিল মোহামেডান। কিন্তু ৯০ মিনিটে ফরোয়ার্ড সোহেল মিয়ার গোলে ফেনী সকার ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেনি।
আগেরদিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব টাইব্রেকারে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে ওঠে। দ্বিতীয় দল হিসেবে মোহামেডান উঠল সেমিতে।