ঘরের মাঠে পরাস্ত আর্সেনাল
এখন আর্সেনালের সমার্থক হয়ে গেলেও এক সময় মোনাকোর কোচ ছিলেন আর্সেন ওয়েঙ্গার। সেই পুরনো দলের কাছেই তাঁর বর্তমান দল পরাস্ত। তাও আবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগ ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে মোনাকো।
আর্সেনালের ব্যর্থতার দিনে আতলেতিকো মাদ্রিদও পরাজিত। বেয়ার লেভারকুসেনের মাঠে ১-০ গোলে হেরে গেছে টুর্নামেন্টের গতবারের রানার্স-আপরা।
লন্ডনে ৩৮ মিনিটে মোনাকোকে এগিয়ে দেন মিডফিল্ডার জোফ্রে কনদোগবিয়া। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বার্বেতভ। ইনজুরি সময়ে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেন একটি গোল ফিরিয়ে দিলেও পর মুহূর্তেই ইয়ানিক ফেরেইরা-কারাসকো ব্যবধান নিয়ে যান দুই গোলে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচের ৮টিতেই জয় পাওয়া আর্সেনাল তারপরও জিততে পারত। কিন্তু ফরাসি স্ট্রাইকার অলিভিয়ার জিরু একাই চারটি সুযোগ নষ্ট করায় চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় ‘গানার্স’ নামে পরিচিত দলটি।