একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবেই : ন্যান্সি
ন্যান্সি এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। কেবল গানের জন্য নয়, খেলার প্রতিও তাঁর দারুণ টান। অনেকের মতো অনেক আশা নিয়ে গতকাল বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখতে বসেছিলেন। বাংলাদেশের জয়স্বপ্ন ভঙ্গ হয়েছে, দেশের সব মানুষের মতো ভেঙেছে ন্যান্সির স্বপ্নও! তবুও আশা ছাড়েন না ন্যান্সি। তাঁর বিশ্বাস, এ দেশ একদিন বিশ্বকাপ জিতবেই। এনটিভি অনলাইনের সঙ্গে বলেছেন আরো অনেক কথা।
বাংলাদেশ দলকে নিয়ে আপনার প্রত্যাশা কী রকম?
ন্যান্সি : প্রত্যাশা অনেক। প্রতিনিয়ত স্বপ্ন দেখি। স্বপ্ন ভাঙে, কখনও পূরণ হয়। তবু বিশ্বাস রাখি, একদিন বাংলাদেশ দল বিশ্বকাপ জিতবেই।
ক্রিকেট খেলা দেখার সময় হচ্ছে আপনার?
ন্যান্সি : ঠিক আরাম-আয়েশ করে খেলা দেখার সময় হচ্ছে না। তবে সুযোগ পেলেই খেলা দেখি। বাসায় থাকলে কাজের ফাঁকে একটু পরপর টিভি স্ক্রিনের দিকে তাকাই। সব সময় চাই, বাংলাদেশ ভালো খেলবে।
আপনি নাকি বইয়ের পোকা? সত্যি নাকি?
ন্যান্সি : হ্যাঁ, তা বলতে পারেন! প্রচুর বই পড়ি আমি। আমার সংগ্রহেও অনেক বই আছে।
আপনার প্রিয় লেখক কারা?
ন্যান্সি : হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার, শংকর চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। আরো অনেকে আছেন, ক’জনের নাম বলব! আমাদের সময়কার বলা কথাগুলো হুমায়ূন আহমেদের লেখায় কত সহজে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা, যত পড়ি তত মুগ্ধ হই। সমরেশ মজুমদার, শংকর চট্টোপাধ্যায়ের লেখা অনেক আধুনিক। আর ভাষাটাও চমৎকার, খুব সহজেই মনে গেঁথে যায়। নজরুলের গান আর কবিতা আমাকে সব সময় মুগ্ধ করে।
ছোটবেলায় বই পড়তে গিয়ে মজার কোন অভিজ্ঞতা...
ন্যান্সি : অনেক আছে। ছোটবেলায় গোয়েন্দা সিরিজ, থ্রিলার অনেক পড়তাম। তিন গোয়েন্দার রবিন, কিশোর ও মুসা আমার পছন্দের গোয়েন্দা চরিত্র ছিল। আমি অনুবাদ বই পড়তে অনেক পছন্দ করতাম। ইংরেজি অনুবাদ বই অনেক পড়েছি। বিদেশি লেখকদের লেখাও আমার অনেক ভালো লাগত। পড়াশোনায় ফাঁকি দিতাম বলে মা গল্পের বই কম পড়তে বলতেন। আমি মাকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে বই পড়তাম। মাথার কাছে বই রেখে ঘুমিয়ে পড়তাম। আমার নিজেরই বইয়ের বড় একটি শেলফ ছিল। সেখান থেকে প্রায়ই বই চুরি হতো।
চোর ধরতে পেরেছেন?
ন্যান্সি : চুরি করত কে জানেন? আমার বড় ভাই! সারাক্ষণ আমার পেছনে লেগে থাকত। আমি বাসায় না থাকলে ওর বন্ধু-বান্ধবকে আমার শেলফ থেকে বই দিয়ে দিত। ওনারাও বই পড়ার কথা বলে নিয়ে যেতেন; কিন্তু ফেরত দেওয়ার আর কোনো নাম নেই! আর আমার কাজিনরাও প্রচুর বই চুরি করত।
একুশে বইমেলায় গিয়ে আপনি কি বই কেনেন?
ন্যান্সি : অবশ্যই। আমি প্রতিটি বইমেলায় যাওয়ার চেষ্টা করি এবং নিজে বাছাই করে পছন্দের সব বই কিনি।