পুরস্কার কঙ্গনারই প্রাপ্য, আমার নয় : সোনম
এ বছরটা এককভাবে কঙ্গনা রানাউতের ছিল। ফিল্মফেয়ার থেকে শুরু করে এমন কোনো নামিদামি অ্যাওয়ার্ড নেই যেটা ‘কুইন’ পাননি! কঙ্গনার এই একচ্ছত্র আধিপত্যে কিন্তু ভালো কাজ করেও আড়ালে পড়ে গিয়েছেন কেউ কেউ। যেমন সোনম কাপুর। রোমান্টিক কমেডি ‘খুবসুরত’ ছবিতে অভিনয় করেছেন বেশ ভালো, মনোনয়নও পেয়েছেন কিন্তু পুরস্কারটা শেষ পর্যন্ত আর ‘ব্যাটে-বলে’ হয়নি। তবে এ নিয়ে এতটুকু খেদ নেই সোনমের। পুরস্কার কঙ্গনারই প্রাপ্য বলে অকপটে জানিয়েছেন বলিউড হাঙ্গামাকে।
বেশ কয়েকটা মনোনয়নের পরেও পুরস্কার পাননি, একটু তো হতাশ হওয়ারই কথা। তবে হতাশা নেই সোনমের, আর বিস্মিত তো তিনি একদমই নন! “খুবসুরত-এ আমার রোল ছিল হাসির। দুর্ভাগ্যজনকভাবে হাসির ছবিকে কখনোই গুরুত্বপূর্ণ কোনো ধরনের মধ্যে বিবেচনা করা হয় না। আমি যে মনোনয়ন পেয়েছি এই ঢের বেশি! আর রোমান্টিক কমেডিতে সেরা পারফরম্যান্সের জন্য স্টারডাস্টের অ্যাওয়ার্ডও পেয়েছি। আমি জানি না পুরস্কারের ক্ষেত্রে কেন ড্রামাকেই শুধু গুরুত্ব দেওয়া হয়। কেবল ভারতে নয়, সবখানে। কমেডিকে গুরুত্বপূর্ণ কোনো ঘরানা হিসেবে ধরাই হয় না। তাও আমি ‘খুবসুরত’-এর জন্য নজরে এসেছি বা যাই পেয়েছি তার জন্য অনেক খুশি।”
সোনম এ প্রসঙ্গেই বলেন কঙ্গনার এ বছরে অসামান্য অভিনয়ের কথা। তাঁর মতে, এ বছরে তাঁর চেয়ে বহুগুণে ভালে অভিনয় করা একজন অভিনেত্রী ছিলেন, তিনি কঙ্গনা রানাউত। ‘কুইনে কঙ্গনা রানাউতের অভিনয় ছিল আমার চেয়ে বহুগুণে ভালো। আমার যে রোল ছিল, তার চেয়ে ওর রোল ছিল অনেক শক্তিশালী। আমি যদি জুরিবোর্ডের সদস্য হতাম, তাহলে অ্যাওয়ার্ড কঙ্গনাকেই দিতাম, আমাকে নয়!’
মনোনয়ন তালিকায় বেশ কয়েকজনের পাশে নিজেকে পেয়েই অনেক খুশি সোনম। ‘কঙ্গনা, টাবু, আলিয়া, প্রিয়াঙ্কা-এদের কাজের প্রতি আমার অনেক শ্রদ্ধা। টাবুকে পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু আমার মতে তাঁকে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতেই মনোনয়ন দেওয়া উচিত ছিল।’ ‘হায়দার’ ছবিতে টাবুর চরিত্র সহায়ক নয় বরং মুখ্য ছিল বলে ধারণা সোনমের। একই সাথে গুণগান করেছেন প্রতিদ্বন্দ্বীদের-‘আমার হিসেবে এ বছরের সেরা পারফরম্যান্স ছিল কঙ্গনা আর প্রিয়াঙ্কার। কেবল নারী ক্যাটাগরিতে নয়, নারী-পুরুষ সব মিলিয়ে। ওরাই ছিল সেরা, একদম সেরা।’
নিজের ব্যাপারে আগামী বছরে আশাবাদী সোনম। আগামী বছরে পুরস্কারের ভাগ্য ভালো হবে বলে প্রত্যাশা রাখেন। ‘এটা ছিল আমার চতুর্থ মনোনয়ন। পঞ্চমবারে আশা করি সফল হব।’ আপাতত ভাগ্যেই ভরসা রাখছেন সোনম কাপুর।