১০ দলের বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন ভাবনা
১০টি দলকে নিয়ে আগামী বিশ্বকাপ আয়োজনের চিন্তা-ভাবনা করছিল আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছিলেন, ২০১৯ বিশ্বকাপ থেকে দলের সংখ্যা চারটি কমিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে পথে অনেকখানি এগিয়ে গেছেন তারা। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে এই পরিকল্পনা থেকে সরে আসার কথা ভাবছে আইসিসি।
আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য আইসিসি আগামীতে ১০টি দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছিল। কিন্তু তাদের পরিকল্পনায় ‘ব্যাঘাত’ ঘটিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট লড়াই হয়েছে আয়ারল্যান্ড-আরব আমিরাত এবং স্কটল্যান্ড-আফগানিস্তান ম্যাচে।
চার সহযোগী সদস্যের দুর্দান্ত পারফরম্যান্সই হয়তো নড়েচড়ে বসতে বাধ্য করেছে আইসিসিকে। বার্তা সংস্থা এএফপিকে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘এখন পর্যন্ত বাছাইপর্ব পেরিয়ে আসা চারটি দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তবে তাদের সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো আমরা কী ধরনের বিশ্বকাপ চাই। আমরা কি বিশ্ব ক্রিকেটের একটা মিলনমেলা চাই, নাকি ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠ লড়াই চাই? আমি অবশ্য নিশ্চিত, এবারের আসর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী বিশ্বকাপের ফরম্যাট নিয়ে বিতর্ক শুরু হয়ে যাবে।‘
ওয়ানডে বিশ্বকাপ ১০ দলের লড়াইয়ে পরিণত হলে বাংলাদেশকে বাছাইপর্বের বাধার সামনে পড়তে হতে পারে। ১০ দলের বিশ্বকাপ হলে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দুটো দল বেছে নেওয়া হবে বাছাইপর্ব থেকে। বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম।