আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে মুক্তিযোদ্ধা
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে শেষ চারে ওঠে।
সেমিতে মুক্তিযোদ্ধা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। সোমবার মুখোমুখি হবে দুই দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ছিল। তাই নিষ্পত্তির জন্য খেলা অতিরিক্ত সময়ে গড়ায়।
অতিরিক্ত সময়ের শুরুতেই মুক্তিযোদ্ধা গোল আদায় করে নেয়। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন দলটির সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা। ডিফেন্ডার ইবনুল সিরাজীর ক্রসে বল পেয়ে চমৎকার শটে লক্ষ্য ভেদ করেন তিনি।
দুই মিনিট পর আবাহনী খেলা সমতা আনার দারুণ সুযোগ হাতছাড়া করে। ডিফেন্ডার আশরাফুল আলমের কর্নারে ডি-বক্সের মধ্যে বল পেয়েও জালে জড়াতে পারেননি ফরোয়ার্ড আনিসুল আলম সুইট। তাই শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
এই ম্যাচ জিতে মুক্তিযোদ্ধার সামনে সুযোগ এসেছে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার। মুক্তিযোদ্ধা গতবার ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। সেবার ফাইনালে তারা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছিল।