টালিউডে জয়ার তিন ছবি
জয়া আহসানের সেলফোন বন্ধ। বাংলাদেশে নেই তিনি এখন। টালিউডের ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
টালিউডে সম্প্রতি জয়া শেষ করেছেন ‘রাজকাহিনী’ ছবির শুটিং। ব্যস্ত আছেন ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ নিয়ে। গত ৩০ জানুয়ারি ‘জিরো ডিগ্রী’ ছবির প্রচারণার জন্য ঢাকায় এসেছিলেন জয়া।
সে সময় এনটিভি অনলাইনকে জয়া বলেন, ‘একটি ছবির শুটিং চলাকালীন আর একটি ছবির প্রচারণার জন্য সময় দেওয়া খুব কঠিন। তবে আমি মনে করি এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ছবি নির্মাণের মতো প্রচারণাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’
জয়া আরো জানান, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।